ব্রাজিল হতে পারে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ল্যাটিন আমেরিকার গেটওয়ে : ব্রাজিলিয়ান কূটনীতিক

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৩২
শনিবার রংপুর চেম্বার ভবনের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ব্রাজিলিয়ান কূটনীতিক লিওনার্দো ডি অলিভেরা জানুজ্জি। ছবি: বাসস

রংপুর, জানুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকায় ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন লিওনার্দো ডি অলিভেরা জানুজ্জি বাংলাদেশের বেসরকারি খাতের ব্যবসায়ীদেরকে আগামী ১৫-১৮ জুন, ২০২৫ ব্রাজিলের সাও পাওলোতে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ‘মেড ইন বাংলাদেশ এক্সপো-২০২৫’ প্রদর্শনীতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রংপুর বিভাগের ব্যবসায়ীরা ব্রাজিলের সাও পাওলোর এক্সপো প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে পারেন। 

এই এক্সপো প্রদর্শনী বন্ধুপ্রতিম দু’দেশের মধ্যকার বাণিজ্য সম্ভাবনাকে সম্প্রসারিত করার পাশাপাশি বাংলাদেশের প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীদেরকে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ, যেমন- আর্জেন্টিনা, উরুগুয়ে ও বলিভিয়াসহ বিভিন্ন দেশের সাথে যুক্ত করতে ব্রাজিল একটি ব্রিজ হিসেবে কাজ করতে পারে।

তিনি আজ শনিবার রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিতব্য ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো-২০২৫’ প্রদর্শনী উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

ব্রাজিলের সাও পাওলোতে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ‘মেড ইন বাংলাদেশ এক্সপো- ২০২৫’ প্রদর্শনী আয়োজনের জন্য লিওনার্দো আয়োজক সংগঠনের ভূয়সী প্রশংসা করে এই আয়োজনটি সফল হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. আকবর আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ইমরান চৌধুরী ও মহাসচিব মো. জয়নাল আবেদিন।

সভার শুরুতে রংপুর চেম্বারের সভাপতি মো. আকবর আলী তার স্বাগত বক্তব্যে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, সম্ভাব্য খাতসমূহ চিহ্নিতকরণ, বাণিজ্য বাধা দূরীকরণ ও মসৃণ বাণিজ্য লেনদেনের সহজতর উপায় অন্বেষণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য ব্রাজিল দূতাবাসের সহযোগিতা কামনা করেন। 

এছাড়া তিনি ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে আগামী ১৫ থেকে ১৮ জুন, ২০২৫ প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ব্রাজিলের সাও পাওলোতে ‘মেড ইন বাংলাদেশ এক্সপো- ২০২৫’ প্রদর্শনী আয়োজনে সহায়তা করায় ব্রাজিলের সরকার ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

মো. আকবার আলী বলেন, ‘মেড ইন বাংলাদেশ এক্সপো-২০২৫’ প্রদর্শনী বাংলাদেশের রফতানিযোগ্য পণ্যের প্রচার, বাজার বৈচিত্র্যকরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার এবং ল্যাটিন আমেরিকায়, বিশেষ করে ব্রাজিলে বাণিজ্য নেটওয়ার্কিং সহজতর করবে। 

তাই তিনি রংপুরের শিল্পপতি-ব্যবসায়ী ও আমদানি-রফতানিকারকদের এই এক্সপো-তে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান। 

ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র মহাসচিব মো. জয়নাল আবেদিন ব্রাজিলের সাও পাওলোতে ‘মেড ইন বাংলাদেশ এক্সপো- ২০২৫’ প্রদর্শনী আয়োজনের উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মি. লিওনার্দো ডি অলিভেরা জানুজ্জি বলেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।  দুদেশের বেসরকারি খাতের ব্যবসায়ীদের মাঝে যোগাযোগ ও পারস্পরিক মিথস্ক্রিয়ার বিস্তার ঘটানো যেতে পারে। 

তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে ব্রাজিলে তৈরি পোশাক, ওষুধ, মাছ ও সিরামিকসহ বিভিন্ন পণ্য রপ্তানির বিশাল সুযোগ রয়েছে। আর ব্রাজিল থেকে প্রাণিজ আমিষ, ইথানল, অপরিশোধিত চিনি, গো-মাংস, তুলা, মূলধনি যন্ত্রপাতি, কেমিক্যাল ও ভেজিটেবল অয়েলসহ নিত্যপণ্য আমদানির বিশাল সুযোগ রয়েছে। 

তাই তিনি দু’দেশের বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য রংপুর বিভাগের ব্যবসায়ীদেরকে এক্সপো-তে কার্যকরভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

মত বিনিময় সভায় রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, শিল্পপতি ও ব্যবসায়ীবৃন্দ, আমদানি-রপ্তানিকারকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়া কাপের জন্য দেশ ছাড়ল লিটন-জাকেররা
আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান গ্রেফতার
নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পাবনায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী 
চেঙ্গী নদীর পানি বাড়ায় খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত
জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ ও জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য : পরিবেশ উপদেষ্টা
খাগড়াছড়িতে অস্ত্র-বারুদসহ এক সন্ত্রাসী আটক
মুন্সীগঞ্জে সুপার সপের ম্যানেজারকে জরিমানা
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে কর্মমুখী শিক্ষার গুরুত্ব অপরিসীম : প্রধান উপদেষ্টা
১০