শিল্পের জন্য পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক গুরুত্বপূর্ণ বিষয় : বিসিআই’র সভাপতি

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২১:১২
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : শিল্পের উৎপাদিত পণ্যের মেধাসত্ব সংরক্ষণ অত্যন্ত জরুরী। সেই বিবেচনায় পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক দেশের শিল্পখাতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছেন বিসিআই’র সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

আজ শনিবার সকালে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে আয়োজিত পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক (আবেদন ও প্রাপ্তি) প্রক্রিয়া বিষয়ক  এক ওরিয়েন্টেশন কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সংগঠনটির পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজার সভাপতিত্বে ও বিসিআই’র সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের অধিনস্থ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-পরিচালক (পেটেন্ট) মির্জা গোলাম সারোয়ার এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-পরিচালক (ট্রেডমার্কস) মো. মেহেদী হাসান।  কর্মশালায় বিসিআই’র সদস্য ও বিভিন্ন চেম্বার থেকে প্রায় ২২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।  

কর্মশালায় বিসিআই সভাপতি দেশের অর্থনীতিতে বিদ্যমান বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং তিনি বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন এবং সবাইকে শিল্পক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ যথাযথভাবে সরকারের কাছে তুলে ধরার জন্য অংশগ্রহণকারী সবার সহযোগিতা কামনা করেন।

কর্মশালার দ্বিতীয় পর্বে ‘পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক (আবেদন ও প্রাপ্তি) প্রক্রিয়া’-এর উপর আলোচক মির্জা গোলাম সারোয়ার ও মো. মেহেদী হাসান দু’টি সেশনের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালা শেষ অংশগ্রহণকারীদের কাছে সার্টিফিকেট বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০