শিল্পের জন্য পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক গুরুত্বপূর্ণ বিষয় : বিসিআই’র সভাপতি

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২১:১২
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : শিল্পের উৎপাদিত পণ্যের মেধাসত্ব সংরক্ষণ অত্যন্ত জরুরী। সেই বিবেচনায় পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক দেশের শিল্পখাতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছেন বিসিআই’র সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

আজ শনিবার সকালে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে আয়োজিত পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক (আবেদন ও প্রাপ্তি) প্রক্রিয়া বিষয়ক  এক ওরিয়েন্টেশন কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সংগঠনটির পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজার সভাপতিত্বে ও বিসিআই’র সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের অধিনস্থ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-পরিচালক (পেটেন্ট) মির্জা গোলাম সারোয়ার এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-পরিচালক (ট্রেডমার্কস) মো. মেহেদী হাসান।  কর্মশালায় বিসিআই’র সদস্য ও বিভিন্ন চেম্বার থেকে প্রায় ২২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।  

কর্মশালায় বিসিআই সভাপতি দেশের অর্থনীতিতে বিদ্যমান বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং তিনি বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন এবং সবাইকে শিল্পক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ যথাযথভাবে সরকারের কাছে তুলে ধরার জন্য অংশগ্রহণকারী সবার সহযোগিতা কামনা করেন।

কর্মশালার দ্বিতীয় পর্বে ‘পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক (আবেদন ও প্রাপ্তি) প্রক্রিয়া’-এর উপর আলোচক মির্জা গোলাম সারোয়ার ও মো. মেহেদী হাসান দু’টি সেশনের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালা শেষ অংশগ্রহণকারীদের কাছে সার্টিফিকেট বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
১০