ভ্যাট আদায় বাড়াতে জুয়েলারি দোকানে ‘ইএফডি’ স্থাপন করবে এনবিআর

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭

ঢাকা, ২০ জানুয়ারী, ২০২৫ (বাসস) - ভ্যাট আদায় বাড়াতে দেশের সকল জুয়েলারী দোকানে ‘ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস’ (ইএফডি) স্থাপনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রাথমিক পর্যায়ে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটির সকল জুয়েলারী প্রতিষ্ঠানে ‘ইএফডি’ স্থাপন করা হবে।

গতকাল রোববার এ বিষয়ে  বাংলাদেশ জুয়েলারি সমিতিকে(বাজুস) চিঠি দিয়েছে এনবিআর।

চিঠিতে বলা হয়, ইএফডি বসানোর বিষয়ে গত ৭ জানুয়ারি বাজুসের সঙ্গে এনবিআরের একটি বৈঠক হয়। সেখানে বাজুস নেতারা জুয়েলারি খাতের নানা সমস্যা তুলে ধরেন। এর মধ্যে কিছু সমস্যা ছিল ভ্যাট, ব্যাগেজ রুল ও সোনা আমদানির বিষয়ে।

আলোচনায় বাজুস নেতারা বলেন, জুয়েলারি খাতে এখনও অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ভ্যাটের আওতায় আসেনি। এদের নিবন্ধন সম্পন্ন করে সব জুয়েলারি দোকানে ইএফডি স্থাপন করলে ভ্যাট আদায় বাড়বে বলে মত দেন বাজুস নেতারা।

আগামী বৃহস্পতিবার বিকালে অংশীজনদের নিয়ে একটি সচেতনতামূলক জুম সভা আহ্বান করা হয়েছে তুলে ধরে চিঠিতে বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস ইএফডি স্থাপন করবে।

চিঠিতে বলা হয়েছে, ঢাকার (পূর্ব/পশ্চিম/উত্তর/দক্ষিণ/চট্টগ্রাম) কমিশনারেটের আওতাধীন বিভিন্ন বাজার এবং এলাকায় অবস্থিত জুয়েলারি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রয়োজন।

এই পরিস্থিতিতে, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এলাকার  জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা প্রদানের জন্য সমিতির কাছে অনুরোধ করা হয়েছে।

যদি একসাথে পূর্ণ তালিকা প্রদান করা সম্ভব না হয়, তবে এনবিআর আংশিকভাবে প্রদানের জন্যও অনুরোধ করেছে। এই বিষয়ে, এনবিআর কর্মকর্তারা বাজুস’র সহযোগিতা কামনা করেন এবং নেতারা সম্ভাব্য সর্ব প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

বর্তমানে নিবন্ধিত ভ্যাট প্রদানকারীর সংখ্যা ৫ লাখের কিছু বেশি, তে  সিস্টেমের বাইরে উল্লেখযোগ্য সংখ্যক  ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষা ক্যাডারের ২ হাজার ৭০৬ কর্মকর্তার পদোন্নতি
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরস্ক দখল করার দাবি রাশিয়ার 
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে
বগুড়ায় আদালত চত্বর থেকে পালানো আসামি শাহীন গ্রেপ্তার
পার্লামেন্ট ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, জাতীয় নির্বাচনের পথ সুগম
রাজশাহীতে নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন
নাটোরে সুষ্ঠু নির্বাচন নিয়ে গোলটেবিল বৈঠক
চার্লি কার্ক হত্যার সন্দেহভাজন রবিনসন মার্কিন আদালতে হাজির
তফসিল ঘোষণায় নড়াইলে উচ্ছ্বাস, ভোটের জন্য অধীর অপেক্ষা
১০