বিদেশি মিশনগুলোকে এফডিআই আকর্ষণে ঢাকার নির্দেশ

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৭:১৪
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিডা যৌথভাবে 'বাংলাদেশ মিশনের সাথে বিনিয়োগ সংলাপ' শীর্ষক ভার্চুয়াল ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে। ছবি:পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সরকার দেশের বিদেশি মিশনগুলোকে তাদের স্বাগতিক দেশগুলো থেকে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের কৌশল প্রণয়নের নির্দেশ দিয়েছে।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ মিশনের সাথে বিনিয়োগ সংলাপ’ শীর্ষক এক ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে, যা দেশের বৈশ্বিক বাণিজ্যকে বহুমুখী করার পাশাপাশি বিনিয়োগ কৌশলের ওপর গুরুত্বারোপ করে।

অনুষ্ঠানে বাংলাদেশের বিদেশি মিশনগুলোর ভূমিকার ওপর আলোকপাত করা হয়, বিশেষ করে টেকসই অর্থনৈতিক কৌশল প্রণয়ন, বাজার বৈচিত্র্যকরণ, সরাসরি বিদেশি বিনেয়োগ (এফডিআই) আকর্ষণ এবং প্রযুক্তি ও সংযোগের সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুর রহিম খান।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য এবং জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ তাদের প্রচেষ্টার অগ্রগতি তুলে ধরেন। তারা বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, সুযোগ এবং বাস্তবায়নযোগ্য রোডম্যাপ নিয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
১০