বিদেশি মিশনগুলোকে এফডিআই আকর্ষণে ঢাকার নির্দেশ

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৭:১৪
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিডা যৌথভাবে 'বাংলাদেশ মিশনের সাথে বিনিয়োগ সংলাপ' শীর্ষক ভার্চুয়াল ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে। ছবি:পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সরকার দেশের বিদেশি মিশনগুলোকে তাদের স্বাগতিক দেশগুলো থেকে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের কৌশল প্রণয়নের নির্দেশ দিয়েছে।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ মিশনের সাথে বিনিয়োগ সংলাপ’ শীর্ষক এক ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে, যা দেশের বৈশ্বিক বাণিজ্যকে বহুমুখী করার পাশাপাশি বিনিয়োগ কৌশলের ওপর গুরুত্বারোপ করে।

অনুষ্ঠানে বাংলাদেশের বিদেশি মিশনগুলোর ভূমিকার ওপর আলোকপাত করা হয়, বিশেষ করে টেকসই অর্থনৈতিক কৌশল প্রণয়ন, বাজার বৈচিত্র্যকরণ, সরাসরি বিদেশি বিনেয়োগ (এফডিআই) আকর্ষণ এবং প্রযুক্তি ও সংযোগের সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুর রহিম খান।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য এবং জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ তাদের প্রচেষ্টার অগ্রগতি তুলে ধরেন। তারা বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, সুযোগ এবং বাস্তবায়নযোগ্য রোডম্যাপ নিয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষা ক্যাডারের ২ হাজার ৭০৬ কর্মকর্তার পদোন্নতি
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরস্ক দখল করার দাবি রাশিয়ার 
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে
বগুড়ায় আদালত চত্বর থেকে পালানো আসামি শাহীন গ্রেপ্তার
পার্লামেন্ট ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, জাতীয় নির্বাচনের পথ সুগম
রাজশাহীতে নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন
নাটোরে সুষ্ঠু নির্বাচন নিয়ে গোলটেবিল বৈঠক
চার্লি কার্ক হত্যার সন্দেহভাজন রবিনসন মার্কিন আদালতে হাজির
তফসিল ঘোষণায় নড়াইলে উচ্ছ্বাস, ভোটের জন্য অধীর অপেক্ষা
১০