২টি নতুন কারখানা ‘লিড’ সনদ পেয়েছে

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫২
ফাইল ছবি

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে সৃষ্ট চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প টেকসই প্রবৃদ্ধির প্রতিশ্রুতিতে অটল থাকায় বাংলাদেশে দুটি নতুন কারখানা ‘লিড’ (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভারমেন্টাল ডিজাইন) সনদ পেয়েছে।

কারখানা দুটি হল: টিএম জিন্স লিমিটেড এবং আজমেরি কম্পোজিট নিট লিমিটেড।
এর ফলে বাংলাদেশে লিড প্রত্যয়িত কারখানার মোট সংখ্যা ২৩৫টিতে দাঁড়িয়েছে। যার মধ্যে ৯৪টি প্লাটিনাম এবং ১২৭টি গোল্ড।

বাসস’র সাথে আলাপকালে, বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, লিড সনদের ধারাবাহিক বৃদ্ধি টেকসই এবং দায়িত্বশীল উৎপাদনের প্রতি সক্রিয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

তিনি আরও বলেন, ‘নিরন্তর সহযোগিতা এবং অটল নিষ্ঠার মাধ্যমে, আমরা নিশ্চিত যে বাংলাদেশ আরএমজি সেক্টর আরও বড় মাইলফলক অর্জন করবে, টেকসই এবং নীতিগত উৎপাদনে বিশ্বব্যাপী নেতা হিসেবে তার খ্যাতি আরও দৃঢ় করবে।’

দুটি কারখানার বিবরণ: টিএম জিন্স লিমিটেড ঠিকানা: হোল্ডিং নং ৪১, ওয়ার্ড নং ২২, বাহাদুরপুর, গাজীপুর, বাংলাদেশ, ১৭০৩ রেটিং সিস্টেম: লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪- লিড ভি৪ পয়েন্টস: ৮১ সার্টিফিকেশন লেভেল : প্ল্যাটিনাম।

আজমেরি কম্পোজিট নিট লিমিটেড। ঠিকানা: ১৯৯, ফায়দাবাদ, উত্তরপাড়া, দক্ষিণখান, ঢাকা, বাংলাদেশ, ১২৩০ রেটিং সিস্টেম: লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪- লিড ভি৪ পয়েন্টস: ৬৩ সার্টিফিকেশন লেভেল : গোল্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০