করদাতারা সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন 

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬
এনবিআর ভবন। ফাইল ছবি

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): করদাতারা অনলাইন সিস্টেমের মাধ্যমে সারা বছরই তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। তবে এক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর  চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান আজ রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই ঘোষণা দেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, এখন পর্যন্ত ১২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। 

৩১ জানুয়ারির মধ্যে এই সংখ্যা ১৪ লাখ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

তিনি আরও বলেন, ৩১ জানুয়ারির পর অনলাইনে রিটার্ন জমা বন্ধ হয়ে যাবে না। করদাতারা ৩৬৫ দিনই তাদের রিটার্ন জমা দিতে পারবেন। যারা ৩১ জানুয়ারির পর অনলাইনে রিটার্ন জমা দেবেন, তাদের জন্য হিসাব অন্য রকম হবে। 

তিনি বলেন, স্বয়ংক্রিয়ভাবে ৩১ জানুয়ারির পরে যারা তাদের রিটার্ন জমা দেবেন, তাদের কিছু ব্যয় বহন করতে হবে। ২ শতাংশ হারে সুদ দিতে হবে। সর্বোচ্চ ২৪ মাসের জন্য ৪৮ শতাংশ পর্যন্ত এই সুদ আরোপিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
১০