দেশে বিনিয়োগ পরিবেশ তৈরির কাজ করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ২১:১৩
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন আজ রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : পিআইডি

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে বিনিয়োগ পরিবেশ তৈরির কাজ করছে সরকার। ব্যক্তি খাতের অংশগ্রহণের মাধ্যমে আমরা যদি সক্ষমতা তৈরি করতে না পারি, পণ্যের উৎপাদন ব্যয় কমাতে না পারি, তাহলে এলডিসি উত্তরণকালে অনেক চ্যালেঞ্জ তৈরি হবে। দেশে বেকারত্বের হারও বেড়ে যাবে। 

আজ রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।

মেলায় বিদেশি অংশগ্রহণকারী কম হওয়ার কারণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, মাসব্যাপী একটি মেলায় একটি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সহজ নয়। তারা ৫-৬ দিনের প্রদর্শনীতে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। তারপরও আমরা মেলায় আন্তর্জাতিক সংযোগ বাড়াতে চাই।

এলডিসির চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে পূর্বের অনেক সুবিধা থেকে বাংলাদেশ বঞ্চিত হবে উল্লেখ করে বশির উদ্দীন বলেন, সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় আমদানিকে উদার করতে হবে। প্রতিযোগিতায় টিকতে না পারলে ক্ষতিগ্রস্ত হতে হবে। সরকারের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে ১৮টি সেবা একটি মাধ্যমে দেওয়ার লক্ষ্যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু করা হয়েছে। 

বাণিজ্য সচিব আব্দুর রহিম খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান ও ইপিবি’র ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বক্তব্য করেন ।

সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এবারে মেলায় মোট ৩৪৩টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এরমধ্যে ভারত, পাকিস্তান, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর এই সাত দেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় মোট ৩৬১টি স্টল ও প্যাভিলিয়ন ছিল। মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয় জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। সঙ্গে দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয় ইয়ুথ প্যাভিলিয়ন। যা দর্শনার্থীদের নজর কাড়তে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি বিবিসিএফইসিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ শুরু হয়েছিল। মাসব্যাপী এই মেলা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে আয়োজন করে। বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে মোট ৫১টি স্টল ও প্যাভিলিয়নকে সেরা অংশগ্রহণকারীর পুরস্কার দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
আইপিএল: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব
১০