এমবিএক্সে মেডিক্যাল ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৬

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এবং পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের) এমপিপিই পণ্যের সুযোগ ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

আজ মঙ্গলবার রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারের গ্রিন লাউঞ্জে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘এক্সপোর্ট কমপেটিটিভনেস ফর জবস ’ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আব্দুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. আবদুর রহিম খান। কর্মশালায় অন্যদের মধ্যে কনসালটেন্সি প্রতিষ্ঠান সেমস-গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলাম ও সংশ্লিস্ট কর্মকর্তা এবং ব্যবসায়ি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা প্রকল্পের বিস্তারিত তথ্য এবং মিট বাংলাদেশ এক্সপো (এমবিএক্স) ও মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস) সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। পাশাপাশি আগামী ২৪-২৫ এপ্রিল  রাজধানীর কুড়িল সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিতব্য মিট বাংলাদেশ এক্সপো (এমবিএক্স) স্থানীয় শিল্পের সাথে বৈশ্বিক সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে বলে মতামত প্রকাশ করেন। এ ছাড়া, এমবিএক্স-এ উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক ক্রেতার সংস্পর্শে এসে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, প্লাস্টিক পণ্য, মেডিকেল এবং পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের সম্ভাবনা তৈরি হবে বলেও মন্তব্য করেন তারা।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করা।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০