পাকিস্তান থেকে চিটাগুড় আমদানি করছে বাংলাদেশ 

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২
মোংলা বন্দরে ভিড়ছে পানামা পতাকাবাহী জাহাজ এম.টি ডলফিন-১৯। ছবি: বাসস

বাগেরহাট, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ভারত ৫০ শতাংশ রপ্তানি শুল্ক বৃদ্ধি করায় বিকল্প ও সহজলভ্য হিসেবে পাকিস্তান থেকে মোংলা বন্দর দিয়ে প্রথমবার চিটাগুড় আমদানি করেছে বাংলাদেশ।

যার প্রথম চালান নিয়ে আজ বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম.টি ডলফিন-১৯। জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন চিটাগুড় নিয়ে আসে। এদিন দুপুর থেকে ওই জাহাজটি হতে চিটাগুড় খালাস শুরু হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান জানান, গত ২২ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে চিটাগুড় নিয়ে জাহাজটি ছেড়ে আসে। এরপর বৃহস্পতিবার সকালে এই বন্দর দিয়ে চিটাগুড় খালাস করে আমদানিকারক প্রতিষ্ঠান ‘পদ্মা ফিড অ্যান্ড চিকস লিমিটেড কোম্পানি’। খালাস হওয়া এই চিটাগুড় মোংলা থেকে সড়ক ও নৌপথের মাধ্যমে নেয়া হবে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। সেখান থেকে তা দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।

এদিকে পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটাগুড় আমদানি হওয়ায় বিদেশি জাহাজটির ক্যাপ্টেন, নাবিক, আমদানিকারক ও শিপিং এজেন্ট প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মোংলা কর্তৃপক্ষের সদস্য কমডোর শফিকুল ইসলাম সরকারসহ অন্যান্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম সমিতি-ঢাকা'র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ড. চৌধুরী মাহমুদ ও সম্পাদক মোজাম্মেল 
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
১০