যোগ্য ব্যক্তিকেই টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে : বাণিজ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৬
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ফাইল ছবি

খুলনা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যার প্রয়োজন আছে এবং যিনি যোগ্য তাকেই শুধু টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে।

তিনি বলেন, 'টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে। ফ্যাসিস্ট যে কাজ করেছে আমরা তা করব না। তারা যা করছে সেটা করলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকলো না।'

সোমবার খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

টিসিবি’র কার্ড এক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান যে চ্যালেঞ্জ আছে তা সকলের সমন্বয়ে সমাধান করা হবে। ফ্যাসিবাদের থেকে আলাদা হয়ে আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী চলতে হবে। 

তিনি বলেন, কার্ড সংশোধন করা হবে একই সাথে কার্ডের সংখ্যা ১ কোটিতে উন্নীত করা হবে। দু’টো কাজই দ্রুত করা হবে।

কার্ড দেওয়ার ক্ষেত্র কোনো রাজনৈতিক বিভাজন যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, স্থানীয়ভাবে ফ্যাসাদ তৈরির চেষ্টা না করে যার প্রয়োজন তাকেই কার্ডের আওতায় আনতে হবে। শুধু তাকেই কার্ড দেওয়া হবে যে কার্ড পাওয়ার যোগ্য বলে উল্লেখ করেন তিনি।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ট্রেডিং কর্পোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
১০