১৩ হাজার কোটি টাকায় এলএনজি, ফসফরিক এসিড, সার ও চালসহ ৭ প্রস্তাব অনুমোদন

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি ক্রয় ও সংযুক্ত আরব আমিরাত থেকে ফসফরিক এসিড, রাশিয়া থেকে সার এবং সিঙ্গপুর থেকে চাল ক্রয়সহ ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৩ হাজার ৫ কোটি ৪০ লাখ  ৬৭ হাজার ৬৯২ টাকা।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র ২০২৫ সালের ৭ম সভায় এই অনুমোদন দেয়া হয়। এ সাতটি প্রস্তাবের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ১টি, কৃষি মন্ত্রণালয়ের ১টি, খাদ্য মন্ত্রণালয়ের একটি, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩টি এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের ১টি।

ক্রয় প্রস্তাবগুলো হলো-পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট হতে এক কার্গো এলএনজি ক্রয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেডের কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৭৭৯ কোটি ৩৯ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকায় এ জ্বালানি ক্রয়ের অনুমোদন দেয়া হয়।

এছাড়া খাদ্য অধিদপ্তরের এক প্রস্তাবের আলোকে সিঙ্গাপুরের এগ্রোক্রপ ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল ক্রয়ের অনুমোদন দেয়া হয়। প্রতি টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৩৪ দশমিক ৭৭ মার্কিন ডলার।  সে হিসাবে সিডি ভ্যাট ছাড়া ৫০ হাজার টন চাল আমদানিতে সরকারের ব্যয় হবে ২৬৫ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকা।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের আলোকে সংযুক্ত আরব আমিরাতের মেসার্স জেনট্রেড এফজেডই’র কাছ থেকে ৩০ হাজার টন ফসফরিক এসিড ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রতিটন এসিডের দাম পড়েছে ২২৮ দশমিক ৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এই ৩০ হাজার টন ফসফরিকের দাম পড়বে প্রায় ৮২ কোটি ২৬ লাখ টাকা।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের আলোকে রাশিয়া থেকে ১০৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৩০ হাজার টন এমওপি সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে প্রতি টন এমওপির মূল্য পড়বে ২৯৪ দশমিক ৫০ ডলার।

এছাড়া ডিজাস্টার রিক্স ম্যানেজমেন্ট ইনহান্সমেন্ট প্রজেক্টের আওতায় (কম্পোনেন্ট-১, বিডব্লিউডিবি পাট) খুলনার অধিনে নদী তীর রক্ষার ভেরিয়েশনজনিত ক্রয় প্রস্তাব। এতে ব্যয় হবে ৭০ কোটি ৭৫ লাখ ২২ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
১০