বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আমদানি-রপ্তানি কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৮
বাংলাদেশ ও সৌদি আরবের আমদানি-রপ্তানি কৌশল এগিয়ে নিতে আলোচনা। ছবি : বাসস

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিতে একটি আমদানি-রপ্তানি কৌশল প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রাপ্ত এক বার্তা অনুসারে, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন রিয়াদে দেশটির মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই পরামর্শ দেন।

সাক্ষাৎকালে ড. আল-কাসাবি বাংলাদেশের প্রতি সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করে অর্থনৈতিক বা বাণিজ্য-সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধানে তার মন্ত্রণালয়ের সহায়তার প্রতিশ্রুতি দেন।

মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতকে সৌদি ব্যবসা কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করার এবং বাংলাদেশের ব্যবসায়িক চ্যালেঞ্জ, সুযোগ ও দাবি সম্পর্কে একটি বিস্তৃত প্রতিবেদন তৈরির আহ্বান জানান।

তিনি সৌদি আরবের প্রধান আমদানিকারক ও রপ্তানিকারকদের চিহ্নিত, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনার, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ ও বাধা উভয়ই মূল্যায়ন করার জন্য রাষ্ট্রদূতকে উপদেশ দেন।

এ সময় সৌদি মন্ত্রী বাংলাদেশের সাথে সমুদ্র ও কৃষি সহযোগিতার সম্ভাবনার ওপর বিশেষ জোর দেন।

মন্ত্রী বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে বলেন, দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রতি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের গভীর শ্রদ্ধা রয়েছে।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াদের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে ঢাকার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত হোসেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি প্রকাশিত সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক ম্যাপিং প্রতিবেদনের একটি অনুলিপি হস্তান্তর করেন।

সৌদি মন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করেন এবং আশ্বাস দেন যে, তার মন্ত্রণালয় প্রতিবেদনটি গভীরভাবে বিশ্লেষণ করবে।
 অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সুপারিশ বাস্তবায়নের জন্য তিনি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন এস এম নাজমুল হাসানও এ সময় উপস্থিত ছিলেন।ৃ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০