ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিন বন্ধ থাকবে

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৪:৪৮
ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিন বন্ধ। ছবি: বাসস

সাতক্ষীরা, ২৮ মার্চ ২০২৫ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ৯দিন জেলার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি ও সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, দুই দেশের পাসপোর্টধারী সাধারণ যাত্রীরা এসময় যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, আজ শুক্রবার (২৮মার্চ) সাপ্তাহিক সরকারি ছুটিসহ আগামীকাল ২৯ মার্চ (শনিবার) থেকে আগামী ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ৯ দিন বন্দরের সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ই এপ্রিল রোববার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। 

তিনি আরো জানান, ভোমরা কাস্টমস সিএন্ডএফ এসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা সাপেক্ষে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যাতায়াত করতে পারবেন।  

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুফাল দুলাল মন্ডল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এসময়ে যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এবং জাতীয় রাজস্ব বোর্ডের দিক নির্দেশনা মোতাবেক সাপ্তাহিক ছুটিসহ আজ শুক্রবার ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯ দিন বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী
যৌথ অভিযানে এক সপ্তাহে ৩৪১ অপরাধী গ্রেফতার
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-কন্যা নিহত, আহত ৩
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
জয়দীপের লেখায় ধর্মীয় সহিংসতার উস্কানি থাকায় প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি
রংপুরে অপহরণকারী ছিনতাই চেষ্টার অভিযোগে ২২ জনকে গ্রেফতার
গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হলে নতুন প্রজন্ম আবারও লড়াইয়ে নামবে : ব্যারিস্টার ফুয়াদ
শুল্ক হার কমাতে সংস্কার প্রতিশ্রুতির সদিচ্ছাকে কাজে লাগাতে হবে: ড. জাহিদ হোসেন
ঢাকাগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে : রেলওয়ে মহাপরিচালক
১০