যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৮:৪৯

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) :  মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দু'জনকে সনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিল। শনিবার কর্তৃপক্ষ এ তথ্য  জানিয়েছে। 

গতকাল শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের বাকসনর্ট শহরে অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমসের মালিকানাধীন একটি কারখানায় বিস্ফোরণটি ঘটে। এই কারখানায় সামরিক এবং বিধ্বংস কাজে ব্যবহৃত বিস্ফোরক তৈরি করে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় সংবাদ প্রতিবেদন বলা হয়েছে, বিস্ফোরণে কারখানার বিশাল ক্যাম্পাসের একটি পুরো ভবন ধ্বংস হয়ে যায়। কয়েক মাইল দূরে থাকা বাড়িগুলো কেঁপে উঠে এবং ধ্বংসাবশেষ উড়ে যায়। 

হামফ্রেস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস বলেন, প্রথমে ১৮ জনের মৃত্যুর  কথা বলার পর আমরা ঘটনাস্থলে অন্য দুইজনকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ঘটনাস্থলে তাদের গাড়ি এবং ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে। 

এক বিবৃতিতে, কোম্পানিটি বিস্ফোরণটিকে ‘একটি মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছে।

তবে অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরোর কর্মকর্তা ব্রাইস ম্যাকক্র্যাকেন শনিবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিস্ফোরণের কারণ ও উৎস সম্পর্কে জানতে কর্তৃপক্ষ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তে  কাজ করছে।’

ডেভিস এর আগে বলেছেন, ‘আমি কি বলতে পারি যে আমরা খারাপ কর্মকাণ্ডের ধারণা বাদ দিয়েছি? আমরা সে সম্পর্কে উত্তর দিতে পারি না। সেই উত্তরটি পেতে হয়তো দিন, সপ্তাহ বা মাস লাগতে পারে।’

শেরিফ বলেন, কর্তৃপক্ষ ধীরে ধীরে বিস্ফোরণের স্থান পর্যালোচনা করছে এবং যখনই তারা বিপদের ঝুঁকি অনুভব করছে তখনই বোমা বিশেষজ্ঞদের ডেকে আনা হচ্ছে।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদেহ শনাক্ত ও পরিচয় নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাগেরহাটে মাদক ও নগদ অর্থসহ দুই কারবারি গ্রেপ্তার
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের অবিনাশ
মাদাগাস্কারে 'অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা' চলছে: প্রেসিডেন্ট
নড়াইলে আইন শৃঙ্খলা কমিটির সভা
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের
চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুর্গ থেকে পরিবারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে
পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান
সোমবার সকাল থেকে জিম্মি মুক্তি শুরু হবে
১০