দিনাজপুর, ৬ এপ্রিল ২০২৫ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিন বন্ধ থাকার পর জেলায় আজ হিলি স্থলবন্দরের আমদানি -রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
আজ রোববার দুপুর দু'টায় দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি- রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ রোববার বেলা সাড়ে ১১ টা থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হয়েছে।
এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু'দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
হিলি স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম জানান, টাকা ৯ দিন বন্ধের পর আজ রোববার বেলা সাড়ে ১১ টা থেকে ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিকভাবে চলছে বন্দরের সকল কার্যক্রম। স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। তা আনলোড হয়ে ও দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যেতে শুরু করেছে।