বাংলাদেশে ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের হান্দা ইন্ডাস্ট্রিজ

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৬:৫৯
বুধবার রাজধানীর একটি হোটেলে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও হান্দা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি। ছবি: বাসস

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশে পোশাক শিল্পে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনের স্বনামধন্য পোশাক প্রস্তুতকারক কোম্পানি হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি অর্থনৈতিক অঞ্চলের অধীনে টেক্সটাইল ও ডাইং খাতে ১০ কোটি মার্কিন ডলার এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অধীনে পোশাক শিল্পে ৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে এই নিয়ে সমঝোতা স্মারকে সই করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও হান্দা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি।

পোশাক শিল্প ও টেক্সটাইল খাতে বিনিয়োগ এবং বাংলাদেশি প্রকল্পে বিনিয়োগ কার্যক্রমকে উৎসাহিত করতে চায় হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে এফডিআই প্রসার এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে টেক্সটাইল ও পোশাক খাতে বিনিয়োগ করতে প্রয়োজনীয় অনুমোদন ও আইনি শর্ত পূরণে আগ্রহ প্রকাশ করেছে।

হান্দা ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড সংক্ষেপে হান্দা ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত। এটি চীন ভিত্তিক একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানি, যা টেক্সটাইল ও পোশাকের শিল্প শৃঙ্খলে প্রতিশ্রুতিবদ্ধ। এটি পোশাক তৈরির উন্নত মানের উপকরণ ও পোশাক উৎপাদনে ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে।

১৯৯৫ সালে হান্দা ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠিত হয়। এর অধীনে একাধিক সহায়ক প্রতিষ্ঠান রয়েছে, যা ওয়েফট নিটেড কাপড়, বুননের রঙ ও ফিনিশিং, পোশাক নকশা এবং উৎপাদন নিয়ে গবেষণা ও উন্নয়নে গভীরভাবে কাজ করে আসছে।

বছরের পর বছর ধরে ‘উদ্ভাবন, নিষ্ঠা, সততা ও গ্রাহককে প্রাধান্য’ দিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। প্রায় ৩০ বছরের কঠোর পরিশ্রম, ধারাবাহিক উদ্ভাবন এবং বিন্যাসের মাধ্যমে হান্দা একটি ছোট ও মাঝারি আকারের উদ্যোগ থেকে একটি শক্তিশালী উদ্যোগে রূপান্তরিত হয়েছে। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও অন্যান্য স্থানে এর উৎপাদন ও বিপণন কেন্দ্র রয়েছে। এতে প্রায় ১০ হাজারের বেশি কর্মী কাজ করেন এবং বার্ষিক আয় ৩০ কোটি মার্কিন ডলারেরও বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
১০