গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিডা 

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৯:৩৭

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্প্রতি ঘোষিত গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনের (বিইআরসি) প্রতি অনুরোধ জানিয়েছে।

গ্যাসের দাম বৃদ্ধির এই পদক্ষেপ দেশের বিনিয়োগ সম্ভাবনা এবং অর্থনৈতিক গতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে বিডা’র পক্ষ থেকে মঙ্গলবার বিইআরসি’র কাছে লেখা এক চিঠিতে জানানো হয়েছে।

বিইআরসি সম্প্রতি নতুন সংযোগ গ্রহণ বা অতিরিক্ত গ্যাস ব্যবহারের মাধ্যমে সম্প্রসারণের পরিকল্পনাকারী শিল্পের জন্য গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

চিঠিতে বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, নতুন নির্ধারিত গ্যাসের শুল্ক নতুন বিনিয়োগকারীদের সাথে বৈষম্যমূলক, যাদের বিদ্যমান বিনিয়োগকারীদের তুলনায় ৩৩ শতাংশ বেশি দিতে হবে। এই বৈষম্যমূলক নীতি নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিনিয়োগকারীরা ইতিমধ্যে এ সিদ্ধান্তকে অন্যায্য বলে মনে করছেন এবং এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। 

বিডা প্রধান ৭ থেকে ১০ এপ্রিল বিডা কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫’ এর মাত্র কয়েকদিন পরেই দাম বৃদ্ধির এই ঘোষণায় বিনিয়োগে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, ‘বিনিয়োগ সম্মেলনে ৪০টি দেশের প্রায় ৪৫০ জন বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন, যাদের অনেকেই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। বেশ কয়েকজন বিনিয়োগকারী দেশে বিনিয়োগের জন্য সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষর করেছেন। শীর্ষ সম্মেলনের ঠিক পরে বৈষম্যমূলক গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা নিঃসন্দেহে তাদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করবে।’

তিনি বিইআরসিকে বিনিয়োগ-বান্ধব মূল্য নির্ধারণ মডেলের পক্ষে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান এবং মূল্য বৃদ্ধির প্রভাব মূল্যায়নের জন্য একটি পর্যালোচনা এবং প্রভাব বিশ্লেষণ কর্মশালা আয়োজনের প্রস্তাব করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
১০