শনিবার থেকে নিউইয়র্কে শুরু হচ্ছে চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৮:১৭

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে শনিবার থেকে নিউইয়র্কে দুই দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা, ২০২৫ শুরু হচ্ছে।

বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংকস যৌথভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এই মেলার আয়োজন করছে। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) মেলার আয়োজনে সহায়তা করছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভলপার, মানি এক্সচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার। হাউস এবং চ্যানেল অংশীদাররা তাদের পণ্য ও পরিষেবা প্রদর্শন করবে, নিজস্ব উপলব্ধি নিয়ে মতবিনিময় করবে, নানা সুযোগ অন্বেষণ করবে এবং রেমিট্যান্স চ্যানেলগুলির নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি করবে।

মেলায় এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি এ নিয়ে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম, কিউঅ্যান্ডএ সেশন এবং নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হবে। 

এই নেটওয়ার্কিং সেশনগুলোতে নিউইয়র্ক স্টেটের আর্থিক পরিষেবা বিভাগ এবং শীর্ষস্থানীয় মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন, যা মূল শিল্প প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ করার, সম্ভাব্য অংশীদারিত্ব অন্বেষণ করার এবং রেমিট্যান্স সেক্টরের সর্বশেষ প্রবণতা এবং উদ্ভাবন সম্পর্কে অবগত হওয়ার একটি অনন্য সুযোগ তৈরি করবে।

এর আগে, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং উত্তরা ব্যাংক এর মতো বেশ কয়েকটি ব্যাংক, মানি এক্সচেঞ্জ হাউস এবং রেমিট্যান্স চ্যানেল পার্টনার মেলায় অংশগ্রহণ করেছিল।

ইসলামী ব্যাংক বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং ব্যাংক এশিয়া শীর্ষ রেমিট্যান্স ব্যাংক রিসিভার অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে। শীর্ষ রেমিট্যান্স চ্যানেল পার্টনার অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে বিএ এক্সপ্রেস, সানম্যান গ্লোবাল এক্সপ্রেস এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেস। এছাড়া, ১০ জন রেমিট্যান্স প্রেরণকারী তৃতীয় বাংলাদেশ রেমিট্যান্স মেলা ২০২৪-এ শীর্ষ ব্যক্তিগত রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
১০