শিল্পখাতে বিজিএমইএ-কে নীতিগত সহায়তা ও পরামর্শ দিবে বিডা : আশিক চৌধুরী

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৫:৪৭
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন রোববার বিডা কার্যালয়ে বিজিএমইএ’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। ছবি: পিআইডি

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও বাংলাদেশ ইকোনোমিক জোনস অথরিটি (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিডা শিল্প খাতে বিজিএমইএ-কে নীতিগত সহায়তা ও পরামর্শ প্রদান করবে।

আজ তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও উদ্ভাবনী কার্যক্রমকে এগিয়ে নিতে গতকাল (রোববার) বিডা কার্যালয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একথা বলেন।

তিনি বলেন, নীতিগত সহায়তা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি, এই খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বও জোরদার করা হবে।  এ সময়, বিডা চেয়ারম্যান গার্মেন্টস খাতকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বৈঠকে তৈরি পোশাক শিল্পে গ্যাস সরবরাহ, এলএনজি আমদানির মূল্য, বিদ্যুৎ সুবিধা, অবকাঠামো উন্নয়ন ও স্বল্পমূল্যের ব্যাংক ঋণ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। 

এ সময় সার্কুলারিটি খাতে ভ্যাট-করের কাঠামো সহজীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, চট্টগ্রামে কমপক্ষে ১০ একর জমিতে একটি সমন্বিত গার্মেন্টস শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে বহু ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এক ছাদের নিচে কার্যক্রম চালাতে পারবে। এতে বিনিয়োগ সহজ হবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে ও শিল্প আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

বিজিএমইএ এর সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণ নীতিমালা পুনর্বিবেচনা করা প্রয়োজন, যাতে প্রকৃত উদ্যোক্তারা বিনিয়োগে ফিরে আসতে পারেন। 

এছাড়া, তিনি এনবিআর-এর অডিট কার্যক্রমকে আরো বাস্তবসম্মত ও উদ্যোক্তাবান্ধব করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০