শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকিং কর্পোরেশন কর্মকর্তাদের সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২০:৩৩

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক (বিবি) রিজার্ভ চুরির ঘটনায় ২০ মিলিয়ন মার্কিন ডলারের জালিয়াতি লেনদেন প্রতিরোধে অনুকরণীয় সতর্কতা, পেশাদারিত্ব এবং সততার জন্য শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকিং কর্পোরেশনের (পিএবিসি) একদল কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও বিশেষ সম্মাননা জানিয়েছে বিবি। 

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, পুলিশ মহাপরিদর্শক ড. বাহারুল আলম এবং বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরক্কোডি এবং প্যান এশিয়া ব্যাংকের সম্মাননাপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে চারজন ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানও উপস্থিত ছিলেন।

আহসান এইচ মনসুর বলেন, এই অনুষ্ঠানটি স্বীকৃতি প্রদানের চেয়েও বেশি কিছু। এটি নীতি, বিচক্ষণতা এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 

তিনি বলেন, শ্রীলঙ্কার এই কর্মকর্তাদের গৃহীত সিদ্ধান্তমূলক পদক্ষেপ কেবল বাংলাদেশের আর্থিক স্বার্থই রক্ষা করেনি বরং ব্যাংকিং ব্যবস্থার অখণ্ডতার উপর বিশ্বব্যাপী আস্থাও জোরদার করেছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের স্বাগত জানান। তিনি একটি আর্থিক ক্ষতি রোধে দৃষ্টান্তমূলক ভূমিকা পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি বহুদিন ধরে প্রতীক্ষিত একদল ব্যক্তির প্রতি শ্রদ্ধা স্বরূপ, যাদের কর্মকাণ্ড বিশ্বব্যাপী আর্থিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে সর্বোচ্চ সতর্কতা এবং নৈতিক আচরণের মান প্রদর্শন করেছে। তাদের সততা কেবল আর্থিক সম্পদকেই সুরক্ষিত করেনি, বরং বিশ্বব্যাপী আর্থিক সম্প্রদায়কে একত্রিত করে এমন মূল্যবোধকেও শক্তিশালী করেছে।

পুলিশ মহাপরিদর্শক ড. বাহারুল আলম শ্রীলঙ্কার ব্যাংকারদের যথাযথ পরিশ্রম এবং বাংলাদেশ থেকে তদন্তকারী দল শ্রীলঙ্কায় থাকাকালীন তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে স্থায়ী অংশীদারিত্ব উদযাপন, আর্থিক নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে যৌথ প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার পুন:নিশ্চয়তা এবং আর্থিক অপরাধ প্রতিরোধ, প্রযুক্তি-চালিত তদারকি এবং আন্তঃসীমান্ত নিয়ন্ত্রক সমন্বয়ের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিবাদী কাঠামো এখনো ভাঙেনি: শিবির সভাপতি
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
১০