উর্ধ্বমুখী ধারায় ফিরলো শেয়ার বাজার

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): স্বল্পস্থায়ী দরপতনের ধাপ কাটিয়ে সোমবার শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। লেনদেনের শেষ দিকে বিনিয়োগকারীদের নতুন করে শেয়ার কেনার প্রবণতা বাজার ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে। সাম্প্রতিক সময়ে অনুকূল সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটি ছিল ৫ হাজার ৪৬৮ পয়েন্ট।

বাজার বিশ্লেষকরা জানান, সারাদিন বাজারে ওঠানামার মধ্যে ছিল। তবে সাম্প্রতিক কয়েক কার্যদিবসে বিক্রয়চাপই প্রাধান্য বিস্তার করেছে। কারণ বিনিয়োগকারীরা বাজারের দুর্বল প্রবণতা বিবেচনায় ওয়েট এন্ড সি দৃষ্টিভঙ্গিতে অবস্থান নিয়েছেন।

এদিন বাজারে অংশগ্রহণও তুলনামূলক কম ছিল। ডিএসইতে মোট লেনদেন আগের দিনের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭১ কোটি টাকা।  আগের দিন ছিল ৭৩ কোটি টাকা।

খাতভিত্তিক লেনদেনের হিসাবে ফার্মাসিউটিক্যালস (১৬.৫ শতাংশ) সর্বাধিক অবদান রাখে। এর পর রয়েছে ব্যাংক (১১.৪ শতাংশ) ও ইঞ্জিনিয়ারিং (১১.২ শতাংশ)। খাতগুলোর মধ্যে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। কাগজ (-১.৫ শতাংশ), পাট (-১.৪ শতাংশ) ও আর্থিক প্রতিষ্ঠান (-১.৪ শতাংশ) খাতে সবচেয়ে বেশি পতন হয়। অন্যদিকে সেবা (১.৫ শতাংশ), ব্যাংক (১.১ শতাংশ) ও সিমেন্ট (১.০ শতাংশ) খাতে সামান্য উত্থান দেখা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত ছিল ৮৯টির দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের ইতিবাচক সমাপ্তি হয়েছে। সিএসইর সিলেকটিভ ক্যাটাগরির ইনডেক্স (সিএসসিএক্স) ৮ পয়েন্ট এবং অল শেয়ার প্রাইস ইনডেক্স (ক্যাসপি) ৬ দশমিক ৭ পয়েন্ট বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মেডিকেলে জন্ম নেয়া জমজ ৬ শিশুর ৫ জনের মৃত্যু
শেরপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন : জেমকন গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
শেরপুরে জাতীয় পরিচয়পত্র করতে এসে রোহিঙ্গা যুবক আটক
দূর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
শ্রীলংকার বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান
বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির দুটি ম্যাচই পরিত্যক্ত
ওমানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল আরব আমিরাত
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ উদ্বোধন
১০