উর্ধ্বমুখী ধারায় ফিরলো শেয়ার বাজার

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): স্বল্পস্থায়ী দরপতনের ধাপ কাটিয়ে সোমবার শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। লেনদেনের শেষ দিকে বিনিয়োগকারীদের নতুন করে শেয়ার কেনার প্রবণতা বাজার ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে। সাম্প্রতিক সময়ে অনুকূল সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটি ছিল ৫ হাজার ৪৬৮ পয়েন্ট।

বাজার বিশ্লেষকরা জানান, সারাদিন বাজারে ওঠানামার মধ্যে ছিল। তবে সাম্প্রতিক কয়েক কার্যদিবসে বিক্রয়চাপই প্রাধান্য বিস্তার করেছে। কারণ বিনিয়োগকারীরা বাজারের দুর্বল প্রবণতা বিবেচনায় ওয়েট এন্ড সি দৃষ্টিভঙ্গিতে অবস্থান নিয়েছেন।

এদিন বাজারে অংশগ্রহণও তুলনামূলক কম ছিল। ডিএসইতে মোট লেনদেন আগের দিনের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭১ কোটি টাকা।  আগের দিন ছিল ৭৩ কোটি টাকা।

খাতভিত্তিক লেনদেনের হিসাবে ফার্মাসিউটিক্যালস (১৬.৫ শতাংশ) সর্বাধিক অবদান রাখে। এর পর রয়েছে ব্যাংক (১১.৪ শতাংশ) ও ইঞ্জিনিয়ারিং (১১.২ শতাংশ)। খাতগুলোর মধ্যে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। কাগজ (-১.৫ শতাংশ), পাট (-১.৪ শতাংশ) ও আর্থিক প্রতিষ্ঠান (-১.৪ শতাংশ) খাতে সবচেয়ে বেশি পতন হয়। অন্যদিকে সেবা (১.৫ শতাংশ), ব্যাংক (১.১ শতাংশ) ও সিমেন্ট (১.০ শতাংশ) খাতে সামান্য উত্থান দেখা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত ছিল ৮৯টির দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের ইতিবাচক সমাপ্তি হয়েছে। সিএসইর সিলেকটিভ ক্যাটাগরির ইনডেক্স (সিএসসিএক্স) ৮ পয়েন্ট এবং অল শেয়ার প্রাইস ইনডেক্স (ক্যাসপি) ৬ দশমিক ৭ পয়েন্ট বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্র অধিকার পরিষদ
ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতারে দাবি গণসংহতি আন্দোলনের
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
চীন সফরে অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বিসিবি
ডাফির বোলিং তোপে সিরিজে লিড নিউজিল্যান্ডের
১০