ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তালিকাভুক্ত মার্কিন কোম্পানিগুলোকে আর প্রতি তিন মাস অন্তর আয়ের প্রতিবেদন প্রকাশ করতে হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি ইউরোপীয় ইউনিয়নের মতো ছয় মাস অন্তর এই আয় প্রকাশের নিয়ম চালু করার ওপর জোর দিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রাম্প সোমবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন সাপেক্ষে কোম্পানি ও কর্পোরেশনগুলোকে আর ত্রৈমাসিক ভিত্তিতে (ত্রৈমাসিক রিপোর্টিং) ‘রিপোর্ট’ করতে বাধ্য করা উচিত নয়। বরং ছয় মাসের ভিত্তিতে রিপোর্ট করতে হবে।
ট্রাম্প বলেন, এ ধরনের পদক্ষেপ ব্যবস্থাপকদের তাদের কোম্পানি সঠিকভাবে পরিচালনায় বেশি মনোযোগ দিতে সহায়তা করবে।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ১৯৭০ সাল থেকে ত্রৈমাসিক রিপোর্টিং বাধ্যতামূলক করে আসছে। তবে ছয় মাস অন্তর রিপোর্টিং চালুর বিষয়ে বিতর্ক নতুন নয়।
এই ধরনের পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে। তবে, অনেক বড় ইইউ কোম্পানি ত্রৈমাসিক প্রতিবেদন প্রদান অব্যাহত রেখেছে।