তেল ও গ্যাসে আরও বিনিয়োগের প্রয়োজন হতে পারে: আইইএ

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৫

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বর্তমান উৎপাদন স্তর বজায় রাখতে নতুন তেল ও গ্যাস প্রকল্প প্রয়োজন হতে পারে বলে মঙ্গলবার জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।  

চাহিদা হ্রাসের পূর্বাভাস নিয়ে সংস্থাটি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এক প্রতিবেদনে বলেছে, ১৫ হাজার তেল ও গ্যাস ক্ষেত্রের বিশ্লেষণে দেখা গেছে যে উৎপাদন অতীতের তুলনায় দ্রুত হ্রাস পাচ্ছে, বাজার ও জ্বালানি নিরাপত্তার ওপর যার প্রভাব রয়েছে।

প্যারিসভিত্তিক এ সংস্থা প্রতিবছর জ্বালানি প্রবণতা নিয়ে রিপোর্ট প্রকাশ করে। দশকের শেষ নাগাদ তেলের চাহিদা সর্বোচ্চ সীমায় পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এতে ভবিষ্যতের বিনিয়োগের ওপর বড় ধরনের প্রভাব পড়বে।

গত কয়েক মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমালোচনার মুখেও পড়েছে সংস্থাটি।

জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জুলাই মাসে হুমকি দিয়েছেন যে যদি তারা তাদের কার্যক্রমের সংস্কার না করে, তাহলে তারা আইইএ থেকে বেরিয়ে আসবে।

সংস্থাটি জানিয়েছে, অফশোর ও ফ্র্যাকিং ক্ষেত্রের কম উৎপাদনশীলতার কারণে ক্ষেত্রগুলোতে দ্রুত উৎপাদন হ্রাস পাচ্ছে।

আইইএ প্রধান ফাতিহ বিরল এক বিবৃতিতে বলেন, বাজারের ভারসাম্য জ্বালানি নিরাপত্তা ও নির্গমনের সম্ভাব্য পরিণতির দিকে সতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন। 

আইইএ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী তেল ও গ্যাস উৎপাদন স্থিতিশীল রাখতে নতুন সম্পদের উন্নয়ন অপরিহার্য।

সংস্থাটি আরও জানায়, অনুমোদিত ও চলমান প্রকল্পগুলো বিবেচনায় নিলেও একটি বড় ঘাটতি থেকে যাবে। যা পূরণে নতুন প্রচলিত তেল ও গ্যাস প্রকল্প লাগবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০