পূঁজি বাজারে চাঙ্গাভাব অব্যাহত

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দেশের উভয় পুঁজিবাজার-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আজও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। বিশেষ করে ব্যাংক ও বস্ত্র খাতের শেয়ার কিনতে বিনিয়োগকারীদের আগ্রহে বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৫ পয়েন্ট থেকে ৫ হাজার ৫১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকরা জানান, বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। তবে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা সূচকগুলোকে নিয়ন্ত্রণে রাখে।

এদিকে, বাজারের লেনদেনের পরিমাণ কমেছে ৪.৬ শতাংশ। আগের দিন লেনদেন ৭১০ কোটি টাকা থাকলেও আজ তা নেমে দাঁড়িয়েছে ৬৭০ টাকায়।

খাতভিত্তিক লেনদেনের মধ্যে ব্যাংক খাতের সর্বোচ্চ ১৬ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে। এরপর রয়েছে ফার্মা খাত (১১.৭ শতাংশ) এবং ইঞ্জিনিয়ারিং খাত (১১.১ শতাংশ)। খাতভিত্তিক পারফরম্যান্সে অধিকাংশ ক্ষেত্রেই ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এর মধ্যে কাগজ (৪.৪ শতাংশ), পাট (৪.৪ শতাংশ) ও সিমেন্ট (১.৯ শতাংশ) খাত সর্বোচ্চ উত্থান দেখিয়েছে। অন্যদিকে শুধু মিউচুয়াল ফান্ড (-০.৭ শতাংশ) ও টেলিকম (-০.১ শতাংশ) খাতে সামান্য পতন হয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৯টির কমেছে, ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির শেয়ার।

অন্যদিকে, বন্দরনগরীর পুঁজিবাজার সিএসইও আজ সবুজে শেষ করেছে। সিএসই’র সিলেক্টিভ ক্যাটাগরিজ ইনডেক্স (সিএসসিএক্স) ৪৫.২ পয়েন্ট এবং অল শেয়ার প্রাইস ইনডেক্স (সিএএসপিআই) ৬৬.৮ পয়েন্ট বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্র অধিকার পরিষদ
ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতারে দাবি গণসংহতি আন্দোলনের
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
চীন সফরে অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বিসিবি
ডাফির বোলিং তোপে সিরিজে লিড নিউজিল্যান্ডের
১০