ব্যবসাবান্ধব পরিবেশ ও বিদেশি বিনিয়োগ ছাড়া আর্থিক খাতের অগ্রগতি সম্ভব নয় : আহসান এইচ মনসুর

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৪

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ছাড়া দেশের আর্থিক খাতকে এগিয়ে নেয়া সম্ভব নয়।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন (আইসিবিটি) ২০২৫-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে দেশের রপ্তানি আয় প্রায় ৫০ বিলিয়ন ডলার, যা ২০০ বিলিয়নে উন্নীত করতে হলে নীতি সহায়তা, প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা অর্জন অত্যন্ত জরুরি। 

তিনি জোর দিয়ে বলেন, বিদেশি বিনিয়োগে চায়না বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আছে। ফলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশকেও এ খাতে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তি বিদ্যায় দক্ষ হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো টেকসই ব্যবসায়িক চর্চা গড়ে তোলার মাধ্যমে গবেষণা ও নীতি উদ্ভাবনে কার্যকর ভূমিকা রাখতে পারে। ইউএপি’র উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ইউএপি ভবিষ্যৎ নেতৃত্বকে জ্ঞান ও মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

সমাপনী অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মাহমুদ উসমান ইমাম এবং সমাপনী বক্তব্য দেন ইউএপি’র ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. এম. এ. বাকী খালিলী। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

দুই দিনব্যাপী এ সম্মেলন গতকাল শনিবার ইউএপি ক্যাম্পাসে শুরু হয়। এবারের প্রতিপাদ্য ছিল্য “টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা ও প্রযুক্তির আন্তঃসম্পর্ক।” সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫০ জন অংশগ্রহণকারী ১০০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। এছাড়া বিদেশ থেকে আগত ১০ জন কী-নোট বক্তা, প্যানেল আলোচনা, ইন্টারেক্টিভ সেশনসহ নানাবিধ কর্মসূচি ছিল সম্মেলনে।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। দেশি-বিদেশি শিক্ষাবিদ, নীতি নির্ধারক ও শিল্প বিশেষজ্ঞদের সক্রিয় অংশগ্রহণ সম্মেলনটিকে ব্যবসা, শাসনব্যবস্থা ও প্রযুক্তি খাতের সমসাময়িক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনার প্ল্যাটফর্মে পরিণত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ব্যবসাবান্ধব পরিবেশ ও বিদেশি বিনিয়োগ ছাড়া আর্থিক খাতের অগ্রগতি সম্ভব নয় : আহসান এইচ মনসুর
চবির হল সংসদ নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ২৪ প্রার্থী
দুদকের অভিযান: শিক্ষা, ব্যাংক ও স্বাস্থ্য খাতে অনিয়ম উন্মোচন
অভিষেকের ব্যাটিংয়ে পাকিস্তানকে হারিয়ে সুপার ফোর শুরু ভারতের
জাহাজ আমদানিতে ভ্যাট মওকুফ বিনিয়োগকারীদের উৎসাহিত করবে: নৌপরিবহন উপদেষ্টা
পোষ্যকোটা পুনর্বহাল ও শিক্ষক নিপীড়নের ঘটনা রাকসু নির্বাচন বন্ধের নামান্তর: শিবির
ঢাবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন সমাপ্ত
বেপজা’র নতুন প্রধান মেজর জেনারেল মোয়াজ্জেম
কলম্বিয়ায় খনি দুর্ঘটনায় আটকে পড়া ৭ শ্রমিকের লাশ উদ্ধার
১০