ইউরোপীয় বাজার সম্প্রসারণে টেক্সওয়ার্ল্ড প্যারিস ২০২৫-এ বাংলাদেশের ব্যাপক সাড়া

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৮

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং এবং লেদারওয়ার্ল্ড প্যারিস ২০২৫- এ শক্তিশালী উপস্থিতির মাধ্যমে ইউরোপের পোশাক বাজারে নিজেদের অবস্থান সম্প্রসারণে বাংলাদেশ ব্যাপক সাড়া পেয়েছে।

এ বছরের তিন দিনব্যাপী এই বিশ্বখ্যাত ভোক্তা পণ্য প্রদর্শনীতে প্রায় ২০টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৩টি প্রতিষ্ঠান সরাসরি প্রদর্শনীতে অংশ নেয় এবং সাতটি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে প্রতিনিধিত্ব করে। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মেসে ফ্রাঙ্কফুর্টের আয়োজনে ফ্রান্সের প্যারিস-লে বুর্জে প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত এ সোর্সিং মেলায় ৩৫টি দেশের ১ হাজার ৩০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিপুল সংখ্যক আন্তর্জাতিক বাণিজ্য দর্শনার্থী মেলায় অংশ নিয়েছে, যা বৈশ্বিক সোর্সিং, নেটওয়ার্কিং ও শিল্প বিনিময়ের জন্য এক সফল প্ল্যাটফর্ম তৈরি করেছে।

মেলায় অংশগ্রহণকারী প্রধান দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ,চীন, তুরস্ক, ভারত, কোরিয়া, তাইওয়ান ও পাকিস্তান। সবাই নিজ নিজ জাতীয় প্যাভিলিয়নের অধীনে প্রদর্শনী করছে।

শিল্প সংশ্লিষ্টরা বলেন, টেক্সওয়ার্ল্ড প্যারিস বাংলাদেশের জন্য একটি অনন্য সুযোগ, যেখানে শীর্ষ ইউরোপীয় ক্রেতাদের সঙ্গে একই প্ল্যাটফর্মে সাক্ষাৎ করা সম্ভব।

প্রথম দিন থেকেই বিদেশি ক্রেতারা দক্ষিণ এশীয় প্রদর্শকদের প্রতি আগ্রহ দেখিয়েছে এবং বাংলাদেশি স্টলে উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
খুলনায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
বাংলাদেশি যুবকদের দক্ষতা প্রশিক্ষণে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল জাপান
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
১০