ইউরোপীয় বাজার সম্প্রসারণে টেক্সওয়ার্ল্ড প্যারিস ২০২৫-এ বাংলাদেশের ব্যাপক সাড়া

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৮

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং এবং লেদারওয়ার্ল্ড প্যারিস ২০২৫- এ শক্তিশালী উপস্থিতির মাধ্যমে ইউরোপের পোশাক বাজারে নিজেদের অবস্থান সম্প্রসারণে বাংলাদেশ ব্যাপক সাড়া পেয়েছে।

এ বছরের তিন দিনব্যাপী এই বিশ্বখ্যাত ভোক্তা পণ্য প্রদর্শনীতে প্রায় ২০টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৩টি প্রতিষ্ঠান সরাসরি প্রদর্শনীতে অংশ নেয় এবং সাতটি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে প্রতিনিধিত্ব করে। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মেসে ফ্রাঙ্কফুর্টের আয়োজনে ফ্রান্সের প্যারিস-লে বুর্জে প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত এ সোর্সিং মেলায় ৩৫টি দেশের ১ হাজার ৩০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিপুল সংখ্যক আন্তর্জাতিক বাণিজ্য দর্শনার্থী মেলায় অংশ নিয়েছে, যা বৈশ্বিক সোর্সিং, নেটওয়ার্কিং ও শিল্প বিনিময়ের জন্য এক সফল প্ল্যাটফর্ম তৈরি করেছে।

মেলায় অংশগ্রহণকারী প্রধান দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ,চীন, তুরস্ক, ভারত, কোরিয়া, তাইওয়ান ও পাকিস্তান। সবাই নিজ নিজ জাতীয় প্যাভিলিয়নের অধীনে প্রদর্শনী করছে।

শিল্প সংশ্লিষ্টরা বলেন, টেক্সওয়ার্ল্ড প্যারিস বাংলাদেশের জন্য একটি অনন্য সুযোগ, যেখানে শীর্ষ ইউরোপীয় ক্রেতাদের সঙ্গে একই প্ল্যাটফর্মে সাক্ষাৎ করা সম্ভব।

প্রথম দিন থেকেই বিদেশি ক্রেতারা দক্ষিণ এশীয় প্রদর্শকদের প্রতি আগ্রহ দেখিয়েছে এবং বাংলাদেশি স্টলে উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্র অধিকার পরিষদ
ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতারে দাবি গণসংহতি আন্দোলনের
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
চীন সফরে অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বিসিবি
ডাফির বোলিং তোপে সিরিজে লিড নিউজিল্যান্ডের
১০