
ঢাকা, ৯ নভেম্বর ২০২৫ (বাসস) : সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনে পতন হয়েছে।
রোববার ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির ১৩ কোটি ২৯ লাখ ৩৮ হাজার ৪৬৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়, যার আর্থিক পরিমাণ দাঁড়ায় ৪০২ কোটি ২০ লাখ ২৬ হাজার ৯০৫ টাকা।
আজ ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬৮.০১ পয়েন্ট কমে ৪,৮৯৯.৯৩ পয়েন্টে দাঁড়ায়। ডিএস-৩০ সূচক ১১.৮২ পয়েন্ট কমে ১,৯২৮.৮০ পয়েন্টে এবং শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৬.৬০ পয়েন্ট কমে ১,০২২.৬১ পয়েন্টে নেমে আসে।
লেনদেনকৃত ৩৯০টি কোম্পানির মধ্যে ৩৪টির দর বেড়েছে, ৩২৯টির দর কমেছে এবং ২৭টি অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের (টাকার অঙ্কে) ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো : সামিট এলায়েন্স পোর্ট, আনোয়ার গ্যালভানাইজিং, মনোস্পুল বিডি, বিএসসি, ওরিয়ন ইনফিউশন, সায়হাম কটন, খান ব্রাদার্স পিপি, রানার অটোস, সিভিও পিআরএল এবং শাইনপুকুর সিরামিকস।
দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো : ইফাদ অটোস, পাওয়ারগ্রিড, ওরিয়ন ইনফিউশন, ফেডারেল ইন্স্যুরেন্স, রানার অটো, সায়হাম কটন, শাহজিবাজার পাওয়ার, শাহজালাল ইসলামী ব্যাংক, অ্যাপেক্স স্পিনিং ও বীচ হ্যাচারি।
দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলো : ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, ওয়াটা কেমিক্যাল, এফএএস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অলিম্পিক অ্যাক্সেসরিজ, প্রিমিয়ার লিজিং ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ।
ক্যাটাগরিভিত্তিক লেনদেনের চিত্র :
‘এ’ ক্যাটাগরিতে ২১৪ কোম্পানির মধ্যে ২৫টির দর বেড়েছে, ১৬৯টির কমেছে এবং ২০টির অপরিবর্তিত ছিল।
‘বি’ ক্যাটাগরিতে ৭৯ কোম্পানির মধ্যে পাঁচটির দর বেড়েছে ও ৭২টির কমেছে।
‘জেড’ ক্যাটাগরিতে ৯৭ কোম্পানির মধ্যে ৪টির দর বেড়েছে, ৮৮টির কমেছে এবং পাঁচটির দর অপরিবর্তিত রয়েছে।
মিউচ্যুয়াল ফান্ডে ৩৫টির মধ্যে ২৫টির দর কমেছে ও ১০ টির দর অপরিবর্তিত রয়েছে।