ওয়েলসের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৭:১৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ওয়েলসের ব্যবসায়ীদের বাংলাদেশে বাণিজ্য ও উদ্ভাবনের সুযোগ অন্বেষণের আহ্বান জানিয়েছেন। তিনি তাদের কাছে  দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিদেশি বিনিয়োগের জন্য একটি সমৃদ্ধ কেন্দ্র হিসেবে বাংলাদেশের উত্থানের বিষয়টি তুলে ধরেছেন।

সম্প্রতি ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্স (ডব্লিওবিসিসি) আয়োজিত বিজনেস এক্সপো ও সেমিনারে বক্তব্য প্রদানকালে হাইকমিশনার ওয়েলসের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হিসেবে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনা তুলে ধরেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ওয়েলসের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন ওয়েস্ট গ্লামরগানের লর্ড লেফটেন্যান্ট লুইস ফ্লিট, অর্থমন্ত্রী মার্ক ড্রেকফোর্ড এবং ওয়েলসের সেক্রেটারি অব স্টেট জো স্টিভেনস।

বাংলাদেশের গতিশীল অর্থনৈতিক রূপান্তরের বিষয়টি তুলে ধরে আবিদা ইসলাম নবায়নযোগ্য জ্বালানি, জীববিজ্ঞান, ফিনটেক, সেমিকন্ডাক্টর, শিক্ষা, পর্যটন এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণসহ একাধিক সম্ভাবনাময় খাতের কথা উল্লেখ করেন এবং দ্বিপাক্ষিক সম্পৃক্ততা ও বিনিয়োগ অংশীদারিত্ব বৃদ্ধির আহ্বান জানান।

হাইকমিশনার একটি প্যানেল আলোচনায় এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। সেখানে তিনি ওয়েলসের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আসন্ন বাণিজ্য মিশনে যোগ দিয়ে বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।

অনুষ্ঠানের ফাঁকে তিনি ফিনটেক ওয়েলস এবং চার্টার্ড ইনস্টিটিউট অব এক্সপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ওয়েলস-এর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভবিষ্যৎ প্রাতিষ্ঠানিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ডব্লিওবিসিসি এক্সপো সেমিনার বাংলাদেশ-ওয়েলস অংশিদারিত্ব আরও বৃদ্ধি করেছে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, অধিক বিনিয়োগ প্রবাহ এবং যৌথ সমৃদ্ধির পথ সুগম করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ
রাঙ্গামাটির রাজবন বিহারে সর্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত
মাগুরায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়
সাতক্ষীরায় নদীনির্ভর জীবনযাত্রা মেলা যেন এক জীবন্ত পাঠশালা
মোংলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত
বোয়ালখালীতে আগুনে পুড়ল ৬ বসতঘর
ভেনিজুয়েলার উপকূল থেকে জব্দ ট্যাংকারটিকে বন্দরে আনছে যুক্তরাষ্ট্র
মাগুরায় বিট পুলিশিংয়ের ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা
কিয়েভে ২টি বিস্ফোরণে নিহত ১, আহত ৪ 
ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জেলেনস্কির আলোচনা
১০