ডিএসইতে ব্যাপক দরপতন, লেনদেন কমেছে

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৮:৪৩

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বড় ধরনের দরপতন হয়েছে। সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। 

দিন শেষে ডিএসইতে মোট ১ লাখ ২৪ হাজার ৭৮১টি লেনদেন সম্পন্ন হয়েছে। মোট ৯ কোটি ৭৮ লাখ ১৮ হাজার ৬৩২টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ২৯০ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৪৪৪ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনের শেষে ডিএসইএক্স সূচক ৪৭.৪৩ পয়েন্ট কমে ৪,৮২৫.৩৩ পয়েন্টে নেমে এসেছে, যা আগের দিনের তুলনায় ০.৯৭ শতাংশ কম।অন্যদিকে, ডিএসইএস সূচক (শরিয়াহ সূচক) ১১.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,০০৫.৯৪ পয়েন্টে, যা ১.১০ শতাংশ পতন নির্দেশ করে।

এছাড়া ডিএস৩০ সূচক, যা ব্লু-চিপ কোম্পানির পারফরম্যান্স নির্দেশ করে, সেটিও ১৮.১৪ পয়েন্ট কমে ১,৮৯৮.৯৭ পয়েন্টে অবস্থান করছে পতনের হার ০.৯৫ শতাংশ।

আজ বুধবার ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৩টি কোম্পানির দর বেড়েছে, ৩০১টির দর কমেছে এবং ৩৪টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

ক্যাটাগরি ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ‘এ’ ক্যাটাগরির ২১৩টি কোম্পানির মধ্যে ২২টির দর বেড়েছে, ১৭২টির দর কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।

‘বি’ ক্যাটাগরির ৭৮টির কোম্পানির মধ্যে ৪টির বেড়েছে, ৭১টির কমেছে এবং ৩টির অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ ক্যাটাগরির ৯৭টির মধ্যে ২৭টির  বেড়েছে, ৫৮টির কমেছে এবং ১২টির অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে, ‘এন’ ক্যাটাগরিতে কোনো লেনদেন হয়নি।

মিউচুয়াল ফান্ড (এমএফ) খাতে ৩৫টি ফান্ডের মধ্যে মাত্র ১টির দর বেড়েছে, ২৭টির দর কমেছে এবং ৭টি অপরিবর্তিত রয়েছে।

করপোরেট বন্ডে (সিবি) ১টি ইস্যুর দর বেড়েছে, আর কোনো পতন হয়নি।

সরকারি সিকিউরিটিজে ২টি ইস্যুর দর কমেছে।

দিন শেষে ডিএসইর মোট বাজারমূলধন দাঁড়ায় ৬ লাখ ৮১ হাজার ৯১০ কোটি ৬০ লাখ টাকা, যার মধ্যে, ইকুইটি বাজারমূলধন: ৩ লাখ ২২ হাজার ৪৬৪ কোটি ৫ লাখ ৩২ হাজার ১০১ টাকা, মিউচুয়াল ফান্ড: ২ হাজার ১৮১ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৮১ টাকা, ঋণপত্র বা ডেট সিকিউরিটিজ: ৩ লাখ ৫৭ হাজার ২৬৪ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ৪৫ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আপিল বিভাগের আইনজীবী হিসেবে অনুমোদন পেলেন ১৫৩ জন
হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত তলব
অগ্নিসংযোগকারীদের দমন করতে দেশব্যাপী পুলিশের অভিযান জোরদার 
জরিমানার কবলে রানা
সিএমএসএমই খাতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের মেয়াদ বাড়লো 
প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার দেশের ইতিহাসে মাইলস্টোন: ইসি সানাউল্লাহ
আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বৃহস্পতিবার দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবে ৮ দল
লিবিয়ায় নৌকাডুবিতে ৪২ জনের মৃত্যুর শঙ্কা
ঝিনাইদহে দু’টি অবৈধ ইটভাটা ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
১০