লাতিন আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা হোয়াইট হাউসের

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:৫০

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপের পর লাতিন আমেরিকার চারটি দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র যে দেশগুলো সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে, সে দেশগুলো হল— আর্জেন্টিনা, গুয়াতেমালা, ইকুয়েডর ও এল সালভাদর।

হোয়াইট হাউস জানায়, এ সব চুক্তির ফলে মার্কিন বাজারে কলা ও কফির মত কিছু পণ্যের দাম কমতে পারে। 

জীবনযাত্রার ব্যয় বাড়ার মধ্যে ভোক্তাদের জন্য এটি স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এই চার দেশ যুক্তরাষ্ট্রের নিকট প্রতিবেশী। তারা নিজেদের বাজার মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করতে সম্মত হয়েছে। বিনিময়ে ওয়াশিংটনও কিছু পণ্যে শুল্ক ছাড় দেবে।

মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি যে এ সব চুক্তি বাণিজ্যে ভারসাম্য আনবে, পারস্পরিক সুবিধা নিশ্চিত করবে এবং দীর্ঘমেয়াদে ঘাটতি কমাতে সাহায্য করবে। এক্ষেত্রে কফি, কোকো ও কলার মতো পণ্যের দাম কমার ইতিবাচক প্রভাবও দেখা যেতে পারে।’

চুক্তিগুলোকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে দেওয়া পুরস্কার হিসেবেও দেখা হচ্ছে।

তালিকায় রয়েছে গরুর মাংস উৎপাদনকারী আর্জেন্টিনা। দেশটির লিবারটেরিয়ান প্রেসিডেন্ট জাভিয়ার মিলে গত মাসে হোয়াইট হাউস সফর করেন। 

এছাড়া রয়েছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে, যিনি নিজেকে ‘বিশ্বের সবচেয়ে কুল স্বৈরশাসক’ বলে আখ্যা দেন।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্রেন্ডস’ লিখে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিবৃতিও শেয়ার করেন।

অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এ বছরের শুরুতে চুক্তি করেছে গুয়াতেমালার প্রেসিডেন্ট বের্নার্দো আরেভালো। 

নতুন বাণিজ্য চুক্তিকে ‘ওয়াশিংটনের সঙ্গে শক্তিশালী সম্পর্কের প্রমাণ’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট আরেভালো বলেন, ‘মাসব্যাপী কঠোর পরিশ্রম ও সরাসরি আলোচনার পর আমরা শুল্ক কমানো ও বাতিলের চুক্তি করা বিশ্বের প্রথম দিকের দেশগুলোর একটি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১২ ঘণ্টা পর ১৫৩ ফিলিস্তিনিকে বিমানে থেকে নামতে দিয়েছে দক্ষিণ আফ্রিকা
নড়াইলে মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও সেমিনার 
পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ঐতিহ্যবাহী উরুন-গাইনের চাহিদা কমলেও টিকে আছে
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী
রাজশাহীতে ছাত্রলীগের ২ নেতাসহ গ্রেপ্তার ২৪
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, গ্রেপ্তার ১ 
ঢাবিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিট' ওয়ার্কশপ
১০