ডিএসইতে লেনদেনে নিম্নমুখী প্রবণতা

বাসস
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৬ আপডেট: : ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:১১
ফাইল ছবি

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকার স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক লেনদেন ছিল নেতিবাচক। 

আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.০৪ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৪.৭২ পয়েন্টে নেমে এসেছে। 

ডিএসইএস সূচক ১৬.৪০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২১.৩২ পয়েন্ট হ্রাস পেয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৩৮৮টি সিকিউরিটিজ লেনদেনে অংশ নেয়। এরমধ্যে মাত্র ৩৮টি দরবৃদ্ধি পায়, ৩২২টির দর কমে ও ২৮টির দর অপরিবর্তিত থাকে।

আজ ডিএসইতে মোট ১ লাখ ৫৯ হাজার ৮৬৪টি ট্রেডের মাধ্যমে  মোট ১৫ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ২০৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৪১৫ কোটি ৯০ লাখ ১৪ হাজার ৯১ টাকা

ক্যাটাগরি অনুযায়ী লেনদেনের চিত্র দেখা গেছে আজ ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির মোট ২১৩ কোম্পানির মেধ্যে ১১টির দাম বেড়েছে, ১৮৮টির দাম কমেছে এবং ১৪টি কোম্পানির দাম  অপরিবর্তিত রয়েছে। 

‘বি’ ক্যাটাগরির ৭৯টির মধ্যে ১৩টির দাম বেড়েছে, ৬১টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের দাম। 

এছাড়া ‘জেড’ ক্যাটাগরির ৯৬টি কোম্পানির মধ্যে ১৪টির দাম বেড়েছে, ৭৩টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির। 

‘এন’ ক্যাটাগরিতে কোনো লেনদেন হয়নি।

অন্যদিকে আজ ৩৫টি ফান্ডের মধ্যে ২টির দর বেড়েছে, ২৩টির দর কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে। 

কর্পোরেট বন্ডে ২টির মধ্যে ১টির দর বৃদ্ধি পেয়েছে এবং ১টির দর হ্রাস পেয়েছে। 

সরকারি সিকিউরিটিজে ৩টির মধ্যে সবগুলোরই দর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগকারীদের সতর্ক মনোভাব, নতুন অর্থপ্রবাহের ঘাটতি ও সামগ্রিক অনিশ্চয়তা বাজারকে নেতিবাচক চাপের মধ্যে রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বোয়ালখালীতে আগুনে পুড়ল ৬ বসতঘর
ভেনিজুয়েলার উপকূল থেকে জব্দ ট্যাংকারটিকে বন্দরে আনছে যুক্তরাষ্ট্র
মাগুরায় বিট পুলিশিংয়ের ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা
কিয়েভে ২টি বিস্ফোরণে নিহত ১, আহত ৪ 
ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জেলেনস্কির আলোচনা
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
১০