ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর

বাসস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:০০ আপডেট: : ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর। কোলাজ : বাসস

দাভোস, সুইজারল্যান্ড, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস): সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর কার্বন নিঃসরণ, সম্পদের কেন্দ্রীকরণ, দারিদ্র এবং বেকারত্ব দূরীকরণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসা করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের পাহাড়ি শহর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আল গোর অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসা করেন।

বিশ্বের শীর্ষস্থানীয় জলবায়ু কর্মী হিসেবে পরিচিত আল গোর। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কর্মসূচিকে সমর্থন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসস’কে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে উভয় নেতা জুলাই বিপ্লব, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব হ্রাস, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কর্মসূচি এবং নির্বাচন ও ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করার কথা জানান।

অধ্যাপক ইউনূস তাকে জুলাই অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি ও দেয়াল চিত্রের ওপর ভিত্তি করে রচিত শিল্পকর্ম সংকলন ‘দ্য আর্ট অফ ট্রায়াম্ফ’ বইটি উপহার দেন।

আল গোর শিল্পকর্ম সংকলনের বই এবং বাংলাদেশের তরুণদের বিপ্লবী চেতনাকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমি বইটির প্রতিটি পৃষ্ঠা মনোযোগ দিয়ে দেখেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে জমে উঠেছে পোশাকের বাজার
প্রধান উপদেষ্টা ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করলেন 
নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে 
আঙ্কারায় কয়েক হাজার মানুষের বিক্ষোভ
কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা 
মাহফুজ আলমের এডিটেড ছবি দিয়ে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ
ইসরাইলকে শাস্তি দেওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর
ভারতের ভিডিওকে আওয়ামী লীগের ওপর নির্যাতন বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ
সুন্দরবনে সাঁতার কাটতে নেমে নিখোঁজ মাহিদের মরদেহ ‎৩০ ঘণ্টা পর উদ্ধার
অসুস্থ হেফাজত নেতা ফারুকীর সাথে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল
১০