তরুণ প্রজন্ম মেধাভিত্তিক ও পেশাদার আমলাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়: নাহিদ ইসলাম 

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৫ আপডেট: : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯
আজ সাভারে জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: পিআইডি

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, তরুণ প্রজন্ম মেধাভিত্তিক ও পেশাদার আমলাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। 

আজ রোববার সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণে তিনি এ কথা বলেন। 

আমলাতন্ত্রের সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন সময় আমলাতন্ত্রকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেওয়া হয়েছে। যা খুবই দুঃখজনক। এ অবস্থা থেকে বের হয়ে আসার সময় এসেছে। এ জন্য আমলাতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ প্রয়োজন। 

নাহিদ ইসলাম বলেন, সরকারি চাকরিতে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হওয়া উচিত। এর পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মমূল্যায়ন পদ্ধতিরও সংস্কারের প্রয়োজন। 

রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সরকার রাষ্ট্রীয় সংস্কারের ভিত্তি তৈরি করতে চায়। এজন্য বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। কমিশনসমূহের প্রতিবেদন অনুযায়ী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে রাষ্ট্রের গুণগত পরিবর্তন হবে না।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করে তিনি বলেন, এই আন্দোলনে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের ওপর আস্থা রেখেই জনগণ ফ্যাসিবাদের বিপক্ষে মাঠে নেমেছে। তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে নবীন কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। 

তথ্য উপদেষ্টার সেশন পরিচালনার সময় বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খানসহ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সেশনে ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণের ২২টি ক্যাডারের ৬০৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে ফোনে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে : উরসুলা ফন ডের লায়েন
এনসিপি জাতীয় নির্বাচনের সময় নিয়ে কিছু বলেনি : নাহিদ ইসলাম
সাইপ্রাসে শান্তি আলোচনা ঘিরে জাতিসংঘের নতুন উদ্যোগ
লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ২৮ হাজার ৮৬ জন কারাবন্দিকে আইনি সহায়তা প্রদান
সুনামগঞ্জে পর্যটন খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর মতবিনিময় 
জুলাই মাসের প্রথম ৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৫.৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
বেরোবি ক্যাম্পাস রেডিও স্বেচ্ছাসেবকদের সঙ্গে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
সাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের মামলায় ৩৩ সাংবাদিকের জামিন
ফটিকছড়িতে হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০