রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসার পরামর্শ জাতিসংঘ মহাসচিবের

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০০:০৪ আপডেট: : ১৬ মার্চ ২০২৫, ১৩:১৪
শনিবার ঢাকায় যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : পিআইডি

ঢাকা, ১৫ মার্চ, ২০২৫ (বাসস) : সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তন এবং তাদের অধিকার সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়ার জন্য আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসা জরুরি হয়ে পড়েছে।

আজ শনিবার ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

গুতেরেস বলেন, মিয়ানমারে লড়াই বন্ধ করা ও সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমারের সমস্ত প্রতিবেশী দেশের চাপ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোকে একত্রিত করে একটি সমাধানের জন্য কাজ করতে হবে। এর প্রথম ধাপ হবে সহিংসতা বন্ধ করা এবং একই সঙ্গে এমন কার্যকর ব্যবস্থা গঠন করা, যা মিয়ানমারে প্রকৃত গণতান্ত্রিক সমাধানের পথ সুগম করবে—যা স্বাভাবিকভাবেই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনকে সহজ করবে।

গুতেরেস বলেন,একই সঙ্গে আমাদের মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা জোরদার করতে হবে, যাতে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়।

তিনি বাংলাদেশ থেকে মিয়ানমারের জন্য একটি মানবিক সহায়তা চ্যানেল তৈরির সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “কিন্তু এটি স্পষ্টতই এমন একটি বিষয়, যা অনুমোদন ও সহযোগিতার ওপর নির্ভরশীল”।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ জন গ্রেফতার 
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৬
চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
শেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা
ময়মনসিংহে বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালার উদ্বোধন
সুদানে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
আনসারদের প্রশিক্ষণের ভিডিও ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
চুয়াডাঙ্গায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময়
১০