চুয়াডাঙ্গায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৮
আজ চুয়াডাঙ্গায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা্। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : চুয়াডাঙ্গায় অগ্নি নির্বাপক লাইসেন্স নবায়ন না থাকা ও পণ্য মোড়কীকরণ নীতিমালা লঙ্ঘন করায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা শহরে এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজ রোড় ও মাঝের পাড়া এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। 

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযানে জ্বালানি গ্যাস, শিশু খাদ্য ও বেকারি পণ্যসামগ্রী তদারকি করা হয়। এ সময় অগ্নি নির্বাপক লাইসেন্স নবায়ন না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আবুল কাসেমের  প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া পণ্য মোড়কীকরণ নীতিমালা লঙ্ঘন, বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণ যথাযথভাবে না করায় গ্রীন ফুডকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩  ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই দোকানিকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলামসহ পুলিশের একটা টিম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭
জার্মানিতে এক বিলিয়ন ইউরোর ‘এআই সেন্টার’ স্থাপন করবে এনভিডিয়া ও ডয়েচে টেলিকম
১০