বাংলাদেশ ও চীন দূতাবাসের যৌথ আয়োজনে দুই দেশের ঐতিহ্যবাহী মনোজ্ঞ পরিবেশনা 

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ২৩:১৪
শিল্পকলা একাডেমিতে ‘হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ঝিজিয়াং উু অপেরা’। ছবি : বাসস

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চীনা দূতাবাসের যৌথ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ঝিজিয়াং উু অপেরা’। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ এবং চীনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও য়েন।

এ সময় উপদেষ্টা বলেন, ‘আমরা জানি বাংলাদেশ এক নতুন অধ্যায়ের যুগে প্রবেশ করেছে। আমি চীন সরকার এবং দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই এবং আশা করি সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীন সম্পর্ক অনন্য উচ্চতায় পৌছাবে এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে দুই দেশের জন্যই সুফল বয়ে আনবে।’

আলোচনা পর্ব শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী মনিপুরী নৃত্য পরিবেশিত হয়। সিলেটের ‘একাডেমি ফর মুনিপুরী কালচার এন্ড আর্টস’ এর শিল্পীরা ১০ মিনিটের এ নৃত্য প্রযোজনা উপস্থাপন করেন। এরপর চীনের ‘ঝিজিয়াং উু অপেরা’ এবং চীনের শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন।  

চীনা নতুন বর্ষ উদযাপন উপলক্ষে ‘স্প্রিং ফেস্টিভাল’ বিস্তৃত পরিসরে উদযাপিত হয়ে থাকে। পুরাতন বছর থেকে বেরিয়ে নতুন বছরে পদার্পণের এই উৎসবের অন্যতম উপলক্ষ্য হলো পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি, বন্ধু ও আত্মীয়-স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করা। এ বছর ২০২৫ সালের নতুন বর্ষকে ‘ইয়ার অব দ্যা স্নেক’ হিসেবে ঘোষণা করেছে তারা। চীনা সংস্কৃতিতে ঐতিহ্যগতভাবে এই সর্পকে পরিবর্তন, জ্ঞান বৃদ্ধি এবং স্থায়িত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একমাত্র মেয়েকে নিয়ে যেন অথৈ সাগরে শহীদ জাহিদের স্ত্রী
বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যাশায় জীবন দেন শহীদ মিলন
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
১০