ভারতের বিহারের ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার : রিউমার স্ক্যানার

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২০ আপডেট: : ০৭ মে ২০২৫, ১৮:৪৭

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে ভারতের বিহারের একটি ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের হিসেবে প্রচার করার প্রমাণ মিলেছে।

ভারতের বিহারের ওই ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করার প্রমাণ আজ রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ফ্যাক্ট-চেকিং সংস্থাটি জানায়, সম্প্রতি অস্ত্র হতে মুখোশধারী কয়েকজন দুষ্কৃতিকারীর পেট্রোল পাম্প এলাকায় ডাকাতির একটি ভিডিও বাংলাদেশের ঘটনা বলে প্রচারিত হয়েছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ‘প্রকাশ্যে অস্ত্র হাতে। দেখেন অবৈধ দখলদার সরকারের মদদপুষ্ট তথাকথিত ছাত্র-জনতা নামধারী ডেভিলদের! এই দেশে দিনে রাতে এখন কেউ নিরাপদ নয়!’ শিরোনামে প্রচার করা হয়েছে।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয় বরং এটি ভারতের বিহারের অস্ত্র হাতে ডাকাতির একটি ঘটনার ভিডিও। ফ্যাক্ট চেক টিমের অনুসন্ধানে পাওয়া যায় যে, ভিডিওটি নিয়ে অনুসন্ধানে হেইট ডিটেক্টর নামের এক্স অ্যাকাউন্টে গত ৭ ফেব্রুয়ারির একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে এই ঘটনার ভিন্ন কোণের আরো একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে এটিকে ভারতের বিহারের বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে খুঁজে পাওয়া যায়। এনডিটিভি নিশ্চিত করে, ভিডিওটি বিহারের।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান টিম জানায়, ভারতীয় আরেক সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, গত ৫ ফেব্রুয়ারি ভারতের বিহারের সাহারসার বৈজনাথপুর থানার টিরি এলাকার পূজা পেট্রোল পাম্প এলাকায় ঘটনাটি ঘটেছে। চারজন সশস্ত্র দুষ্কৃতকারী বন্দুক দিয়ে গুলি করার ভয় দেখিয়ে লুট করে দ্রুত পালিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম জানায়, ভারতের বিহারের একটি ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করা হয়, যা বিভ্রান্তিকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিভাসুতে ‘সুরিমি পণ্য’র প্রদর্শনী
পরিবর্তনকে ত্বরান্বিত করার সুযোগ তৈরি করেছে এডিবির নতুন অপারেটিং মডেল : স্বাধীন মূল্যায়ন প্রতিবেদন
প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ
মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ ডাকাত কারাগারে
হরিনের মাংসসহ দুই পাচারকারী আটক
বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে সুইস দূতাবাসের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান : ফিরে দেখা সিলেট
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৯৬
ট্রাম্পের ঘোষণায় যুক্তরাষ্ট্রে কোকা-কোলায় আখের চিনি ব্যবহারের সিদ্ধান্ত
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন ও যৌথ গবেষণার উদ্যোগ গ্রহণ
১০