উপদেষ্টার ভুয়া উক্তি নিয়ে নিউজের ছড়াছড়ি সনাক্ত : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৬:৪৫ আপডেট: : ০৬ মে ২০২৫, ১৭:৩৩
কোলাজ : বাসস

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : উপদেষ্টার ভুয়া উক্তি নিয়ে নিউজের ছড়াছড়ি সনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে সনাক্ত হয় যে, সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের উক্তি হিসেবে ‘একাত্তরের রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে’ শিরোনামে অনেকগুলো সংবাদ গতকাল ১৯ এপ্রিল প্রকাশিত হয়। ড. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভায় তিনি এমন বক্তব্য দিয়েছেন বলে সংবাদগুলোতে উল্লেখ করা হয়। আদতে উপদেষ্টা এমন কোনো বক্তব্যই দেননি বলে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, উপদেষ্টা একাত্তরের মুক্তিযুদ্ধের পরের ৫০ বছরের রাজনীতিতে ভুল ছিল বলে বক্তব্য দিয়েছিলেন। 

তিনি বলেছিলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হলো। কিন্তু এরপর বীর মুক্তিযোদ্ধাদের আমরা কাজে লাগাতে পারিনি। তাঁদের সুস্থ করতে পারিনি। মুক্তিযোদ্ধাদের খালি হাতে খালি পায়ে গ্রামে ফিরে যেতে হয়েছিল। দেশটাও গত ৫০ বছরে গড়েই উঠল না। গণতন্ত্র, সাম্য, সমাজতন্ত্র, ন্যায়বিচার—সবই আড়ালে থেকে গেল। আমাদের রাজনীতি নিশ্চয় ত্রুটিপূর্ণ ছিল। সেই রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে।’

বাংলাফ্যাক্ট জানায়, উপদেষ্টার দেয়া বক্তব্য  বিকৃত করে প্রচার করেছে মূলধারার পত্রিকা যুগান্তর, জনকণ্ঠ, যায়যায়দিন, ইনকিলাব, আরটিভি ও একুশে টিভির মতো টিভি চ্যানেল ও দশের অধিক  নিউজ পোর্টাল। অনুসন্ধান করে দেখা যায়, ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এই শিরোনামে প্রথম সংবাদ প্রকাশ করে দৈনিক যুগান্তর। পরে অন্যান্য গণমাধ্যমও অনুরূপ শিরোনাম দিতে থাকে। যদিও কয়েকটি সাইটে বিভ্রান্তিকর শিরোনামটি পরে এডিট করা হয়েছে। কিন্তু নেটিজেনদের মধ্যে উপদেষ্টার বক্তব্যের বিকৃত রূপটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপন পরবর্তী কর্মদিবসে : আইন উপদেষ্টা
রুয়েটে নবীনবরণ অনুষ্ঠিত
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ভারত ও পাকিস্তানের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নজর দিচ্ছে নেপাল : রাষ্ট্রদূত
মাতৃত্বের প্রতি উৎসর্গিত এক অনন্য দিবস ‘মা দিবস’: তারেক রহমান
৮ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেফতার
সিলেটে কোরবানিযোগ্য পশু তিন লাখ ৯ হাজার
সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পাঁচ সদস্য গ্রেফতার
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
সীমান্তে বসবাসকারীদের সচেতনতা ও সতর্কতা বৃদ্ধিতে ঝিনাইদহে বিজিবির মতবিনিময়
১০