উপদেষ্টার ভুয়া উক্তি নিয়ে নিউজের ছড়াছড়ি সনাক্ত : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৬:৪৫ আপডেট: : ০৬ মে ২০২৫, ১৭:৩৩
কোলাজ : বাসস

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : উপদেষ্টার ভুয়া উক্তি নিয়ে নিউজের ছড়াছড়ি সনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে সনাক্ত হয় যে, সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের উক্তি হিসেবে ‘একাত্তরের রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে’ শিরোনামে অনেকগুলো সংবাদ গতকাল ১৯ এপ্রিল প্রকাশিত হয়। ড. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভায় তিনি এমন বক্তব্য দিয়েছেন বলে সংবাদগুলোতে উল্লেখ করা হয়। আদতে উপদেষ্টা এমন কোনো বক্তব্যই দেননি বলে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, উপদেষ্টা একাত্তরের মুক্তিযুদ্ধের পরের ৫০ বছরের রাজনীতিতে ভুল ছিল বলে বক্তব্য দিয়েছিলেন। 

তিনি বলেছিলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হলো। কিন্তু এরপর বীর মুক্তিযোদ্ধাদের আমরা কাজে লাগাতে পারিনি। তাঁদের সুস্থ করতে পারিনি। মুক্তিযোদ্ধাদের খালি হাতে খালি পায়ে গ্রামে ফিরে যেতে হয়েছিল। দেশটাও গত ৫০ বছরে গড়েই উঠল না। গণতন্ত্র, সাম্য, সমাজতন্ত্র, ন্যায়বিচার—সবই আড়ালে থেকে গেল। আমাদের রাজনীতি নিশ্চয় ত্রুটিপূর্ণ ছিল। সেই রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে।’

বাংলাফ্যাক্ট জানায়, উপদেষ্টার দেয়া বক্তব্য  বিকৃত করে প্রচার করেছে মূলধারার পত্রিকা যুগান্তর, জনকণ্ঠ, যায়যায়দিন, ইনকিলাব, আরটিভি ও একুশে টিভির মতো টিভি চ্যানেল ও দশের অধিক  নিউজ পোর্টাল। অনুসন্ধান করে দেখা যায়, ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এই শিরোনামে প্রথম সংবাদ প্রকাশ করে দৈনিক যুগান্তর। পরে অন্যান্য গণমাধ্যমও অনুরূপ শিরোনাম দিতে থাকে। যদিও কয়েকটি সাইটে বিভ্রান্তিকর শিরোনামটি পরে এডিট করা হয়েছে। কিন্তু নেটিজেনদের মধ্যে উপদেষ্টার বক্তব্যের বিকৃত রূপটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগস্টের ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি 
পিপিআর সংশোধনের জন্য বিপিপিএ মাঠ পর্যায়ে কর্মশালা 
ইইউতে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সিলেটে দরপত্রদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা বিপিপিএ’র
প্রধান বিচারপতির আমন্ত্রণে সুপ্রিম কোর্টে ৩০ জন ‘স্বপ্নসারথি’ কিশোরী
অপতথ্যের বিরুদ্ধে একসঙ্গে লড়াই শুরুর আহ্বান সিইসির
১০