ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস): ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের ওপর হামলা উল্লেখ করে ভুয়া ভিডিও প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বিষয়টি বাংলাফ্যাক্ট এর নজরে আসলে তা অনুসন্ধান করা হয়। এতে দেখা যায়, 'গত ১৩ মে রাতে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় অভিযুক্ত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে সিলেট নগরীতে একদল ব্যক্তি মারধর করে পুলিশে দেয়। সেসময় ধারণকৃত একটি ভিডিওকে ভোক্তা অধিকারের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের ওপর হামলার ভিডিও বলে দাবি করে প্রচার করা হচ্ছে।'
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।