ছাত্রলীগের হামলার পুরোনো ভিডিও শিবির-ছাত্রদল সংঘর্ষের দাবিতে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৮:৪৩

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫(বাসস): ছাত্রলীগের হামলার পুরোনো ভিডিও শিবির-ছাত্রদল সংঘর্ষের দাবিতে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ফেসবুকে একটি মারধরের ভিডিও শেয়ার করে বলা হচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখলকে কেন্দ্র করে শিবির বনাম ছাত্রদলের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ছাত্রী নিপীড়নের বিচারসহ চার দফা দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করার পর প্রতিবাদকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনার ভিডিও এটি।

ফ্যাক্টওয়াচ জানায়,  বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে আবু রায়হান নামের একটি আইডিতে একটি পোস্ট পাওয়া যায়। ২০১৯ সালের ২২ জানুয়ারিতে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা- ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের ওপর ছাত্রলীগের হামলার প্রথম অংশ। ২৩ জানুয়ারি ২০১৮ রেজিস্টার বিল্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়।’

আলোচিত ভিডিওর সঙ্গে এই ভিডিওটির সাদৃশ্য রয়েছে। এই ক্যাপশনের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ইউটিউবে একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটি পোস্ট করা হয়েছে, ২০১৮ সালের ২৫ জানুয়ারি এবং এটির ক্যাপশনে লেখা- ঢাবির ভিসি অফিসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর রড নিয়ে ছাত্রলীগের হামলা। পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে প্রথম আলোর একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘ছাত্রলীগের হামলায় আহত ৪০ শিক্ষার্থী’ এই শিরোনামের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ২০১৮ সালের ২৪ জানুয়ারি। এই ঘটনা নিয়ে ‘বিডিনিউজ ২৪ ডটকম’ প্রতিবেদন প্রকাশ করে ২০১৮ সালের ২৩ জানুয়ারি। প্রতিবেদনটিতে বলা হয়, ছাত্রী নিপীড়নের অভিযোগে ছাত্রলীগের নেতাকর্মীদের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের অবরোধে প্রায় চার ঘণ্টা আটকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের পিটিয়ে তাকে উদ্ধার করেছে বলে প্রতিবেদনে বলা হয়।

ফ্যাক্টওয়াচ জানায়, এটি সাম্প্রতিক সময়ের ঘটনা নয়, ঘটনাটি ঘটেছে ২০১৮ সালের ২৩ জানুয়ারি। মারধরের ভিডিওটিও ছাত্রদল ও শিবিরের মধ্যকার নয়। সঙ্গত কারণে, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার পুরোনো ভিডিও ভুয়া ক্যাপশনে ছড়ানো পোস্টগুলোকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করা হলো।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০