গোপালগঞ্জে সামরিক অভিযানের ভিডিওটি ভুয়া: বাংলা ফ্যাক্ট

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:১৪

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জে সামরিক অভিযানের নামে ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত মোহাম্মদপুরে যৌথবাহিনীর অপরাধী ধরার একটি ভিডিও। এটিকে বিভ্রান্তিকর এবং পুরোনো বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলা ফ্যাক্ট’।

বাংলা ফ্যাক্ট রিভার্স ইমেজ সার্চ ও গণমাধ্যমের তথ্য যাচাই করে নিশ্চিত করেছে—ভিডিওটি ‘সময় টেলিভিশন’-এর ইউটিউব চ্যানেলে ২২ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ক্লিপ, যার বিবরণে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান বলেই উল্লেখ আছে। এছাড়া, দ্য ডেইলি স্টার পত্রিকায় ২০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে।

গণমাধ্যম অনুসারে, ভিডিও’র মূল ঘটনাটি হলো গত ২০ ফেব্রুয়ারি অপরাধীদের আটক করতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আত্মসমর্পণের আহ্বান জানালে অপরাধীরা গুলি চালায়। পরবর্তীতে যৌথবাহিনীও পাল্টা গুলি চালালে এতে দুইজন নিহত হয় এবং পাঁচজনকে আটক করা হয়।

বাংলা ফ্যাক্ট জানায়, পুরোনো ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে জুড়ে বিভ্রান্তি ছড়ানোই ছিল মূল উদ্দেশ্য।

গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এরপর প্রশাসন গোপালগঞ্জে কারফিউ জারি করে। এরই প্রেক্ষিতে রাতে কারফিউ চলাকালে দেশের আইনশৃঙ্খলা বাহিনী জেলাটিতে সামরিক অভিযান চালিয়েছে এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়ানো হয়েছে।

বাংলাদেশে চলমান গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলা ফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০