বিমান বিধ্বস্তের ঘটনায় এআই দিয়ে ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ২১:২১

ঢাকা, ২৩ জুলাই ২০২৫ (বাসস) : এআই দিয়ে ভিডিও তৈরি করে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়,  'মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি এআই দিয়ে তৈরি'।

বাংলাফ্যাক্ট জানায়, 'রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেই বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।'

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি (২১ জুলাই) উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভবনে বিমান বিধ্বস্তের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এই ভিডিওটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে আলোচিত ভিডিওটির ডানদিকে নিচে ‘Veo’ লেখা দেখতে পাওয়া যায়। ‘Veo’ এর বিষয়ে জানা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। যার সাহায্যে লেখা থেকে শব্দসহ ভিডিও তৈরি করা যায়। এছাড়া, ঘটনাস্থল মাইলস্টোন কলেজ হলেও ছড়ানো ভিডিওর ভবনের দেয়ালে ইংরেজিতে ‘Untie College’ লেখা দেখতে পাওয়া যায়, যা অপ্রাসঙ্গিক।

বাংলাফ্যাক্ট জানায়, 'কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি ভিডিওকে উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।'

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় বিমান বাহিনীর কার্যক্রম
মাইলস্টোনে দগ্ধ শিশুদের চিকিৎসার সবকিছু বহন করবে সরকার : পরিচালক বার্ন ইনস্টিটিউট
চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না : চরমোনাই পীর 
আল জাজিরার অনুসন্ধান: ২০২৪ সালের বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা
যেনতেন নির্বাচন চাই না, হতেও দেবো না: ডা. শফিকুর রহমান
বিএনপি প্রতিহিংসা নয়, সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে: চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান মিঞা
পাইলট তৌকিরের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি : ছাত্রদল সম্পাদক
প্রস্তাবিত ফৌজদারি কার্যবিধি কার্যকরে গ্রেপ্তার ও আটকে হয়রানি কমবে : আসিফ নজরুল
বিমান দুর্ঘটনায় ৬ জনের অবস্থা সংকটাপন্ন, কেবিনে স্থানান্তর ১৩ জন 
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম আর নেই
১০