ঢাকা, ২৪ জুলাই, ২০২৫(বাসস) : পুরোনো ভিডিও ব্যবহার করে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে মৃত্যু নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, 'ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি কালো পলিথিন থেকে কিছু হাড়গোড় কবরে সমাধিস্থ করছে'।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, 'ভিডিওটির সঙ্গে মাইলস্টোনের ঘটনার কোনো সম্পর্ক নেই। এটি গত জুনে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া কবরস্থান থেকে ধারণ করা।'
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।