এআই ভিডিওকে বাস্তব দাবির অপচেষ্টা শনাক্ত: বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১১:২০
ছবি: বাংলাফ্যাক্ট ফেসবুক পেজ।

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি একটি ভিডিওকে বাস্তব দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। তবে সেটিকে মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগ সমর্থনের কারণে দলটির নেতা-কর্মীদের গ্রেফতার ও মারধর করা হচ্ছে, এমন দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি এক ব্যক্তির বক্তব্যের ভিডিও ছড়ানো হয়েছে, যা সত্য নয়।

ভিডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমি যদি বলি আমি আওয়ামী লীগ করি তাহলে কেন আমাকে গ্রেফতার করবে, কেন আমাকে মারধর করবে? আমি কি আপনার টাকায় খাই না আপনার টাকায় চলি? আমার এই দেশে কি মতামতের স্বাধীনতা নাই?

বাংলাফ্যাক্ট ভিডিওটি যাচাই করে নিশ্চিত হয়েছে, এটি বাস্তব কোন ভিডিও নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

ফ্যাক্টচেক টিম আরো জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যবেক্ষণ করলে এর ডানদিকে নিচে ‘ভিও’ লেখা দেখা যায়। এটি গুগলের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা টুল, যার সাহায্যে লেখা থেকে শব্দসহ ভিডিও তৈরি করা যায়।

এছাড়া, কৃত্রিম কনটেন্ট শনাক্তকারী টুল সেন্টিলাক্ম-এ ভিডিওটি যাচাই করে দেখা যায়, এটি পুরোপুরি এআই দিয়ে তৈরি।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর এবং অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের আমন ধানের অধিক ফলন
নাটোরের বাউয়েট ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: গোলাম পরওয়ার
ভূমিকম্প: বংশালে ভবনের রেলিংয়ের ইট খসে ৩ পথচারী নিহত
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠপর্যায়ে কাজের নির্দেশ প্রধান উপদেষ্টার
গাছি ও চাষি সংকটে পটুয়াখালীর খেজুর রসের ঐতিহ্য হারানোর শঙ্কা
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
১০