এআই ভিডিওকে বাস্তব দাবির অপচেষ্টা শনাক্ত: বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১১:২০
ছবি: বাংলাফ্যাক্ট ফেসবুক পেজ।

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি একটি ভিডিওকে বাস্তব দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। তবে সেটিকে মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগ সমর্থনের কারণে দলটির নেতা-কর্মীদের গ্রেফতার ও মারধর করা হচ্ছে, এমন দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি এক ব্যক্তির বক্তব্যের ভিডিও ছড়ানো হয়েছে, যা সত্য নয়।

ভিডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমি যদি বলি আমি আওয়ামী লীগ করি তাহলে কেন আমাকে গ্রেফতার করবে, কেন আমাকে মারধর করবে? আমি কি আপনার টাকায় খাই না আপনার টাকায় চলি? আমার এই দেশে কি মতামতের স্বাধীনতা নাই?

বাংলাফ্যাক্ট ভিডিওটি যাচাই করে নিশ্চিত হয়েছে, এটি বাস্তব কোন ভিডিও নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

ফ্যাক্টচেক টিম আরো জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যবেক্ষণ করলে এর ডানদিকে নিচে ‘ভিও’ লেখা দেখা যায়। এটি গুগলের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা টুল, যার সাহায্যে লেখা থেকে শব্দসহ ভিডিও তৈরি করা যায়।

এছাড়া, কৃত্রিম কনটেন্ট শনাক্তকারী টুল সেন্টিলাক্ম-এ ভিডিওটি যাচাই করে দেখা যায়, এটি পুরোপুরি এআই দিয়ে তৈরি।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর এবং অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিটিটিসিতে ডিজিটাল এভিডেন্স বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন
গণচেতনার দলিল ‘জুলাই আন্দোলন’-এর ভিডিও জাদুঘরে প্রেরণ করল সুপ্রিম কোর্ট
নোট অব ডিসেন্ট সত্ত্বেও সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়ে সিদ্ধান্ত: অধ্যাপক আলী রীয়াজ
ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারাবীর জামিন
গভীর সমুদ্রে মাছ ধরা কার্যক্রম জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
১৬ বছরের কম বয়সীদের ইউটিউব ব্যবহার নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া
হাসিনা ক্ষমতায় টিকে থাকতে গুলি করে মানুষ হত্যা করেছে : মির্জা ফখরুল 
বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা 
১০