এআই ভিডিওকে বাস্তব দাবির অপচেষ্টা শনাক্ত: বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১১:২০
ছবি: বাংলাফ্যাক্ট ফেসবুক পেজ।

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি একটি ভিডিওকে বাস্তব দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। তবে সেটিকে মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগ সমর্থনের কারণে দলটির নেতা-কর্মীদের গ্রেফতার ও মারধর করা হচ্ছে, এমন দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি এক ব্যক্তির বক্তব্যের ভিডিও ছড়ানো হয়েছে, যা সত্য নয়।

ভিডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমি যদি বলি আমি আওয়ামী লীগ করি তাহলে কেন আমাকে গ্রেফতার করবে, কেন আমাকে মারধর করবে? আমি কি আপনার টাকায় খাই না আপনার টাকায় চলি? আমার এই দেশে কি মতামতের স্বাধীনতা নাই?

বাংলাফ্যাক্ট ভিডিওটি যাচাই করে নিশ্চিত হয়েছে, এটি বাস্তব কোন ভিডিও নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

ফ্যাক্টচেক টিম আরো জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যবেক্ষণ করলে এর ডানদিকে নিচে ‘ভিও’ লেখা দেখা যায়। এটি গুগলের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা টুল, যার সাহায্যে লেখা থেকে শব্দসহ ভিডিও তৈরি করা যায়।

এছাড়া, কৃত্রিম কনটেন্ট শনাক্তকারী টুল সেন্টিলাক্ম-এ ভিডিওটি যাচাই করে দেখা যায়, এটি পুরোপুরি এআই দিয়ে তৈরি।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর এবং অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
পূজামণ্ডপ পরিদর্শনে খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার
প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড
ডেনমার্কে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত গ্রেফতার
১০