মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় অপতথ্য ছড়ানো শনাক্ত ফ্যাক্টওয়াচের

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১০:২৩ আপডেট: : ৩১ জুলাই ২০২৫, ১৮:৪৬

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস): মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ স্বাধীনভাবে ফ্যাক্ট-চেকিংয়ের কাজ করে। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক অপতথ্য ছড়িয়ে পড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ভিডিও ছাড়াও মনগড়া মৃত্যুসংখ্যা এবং কন্সপিরেসি থিওরির ছড়াছড়ি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দুর্ঘটনার খবর প্রকাশের পরপর বিমান বিধ্বস্তের ছবি, উৎসুক জনতার ভিড় এবং আকাশ থেকে বিমান পড়ার দৃশ্য এআই দিয়ে তৈরি করে শেয়ার করা হয়। এছাড়া দুর্ঘটনাকে ঘিরে গুজব, উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণা ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার মতো কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 

ফ্যাক্টওয়াচ জানায়, ষড়যন্ত্র তত্ত্ব, ভুয়া আইডেন্টিটি নিয়ে ছড়িয়ে পরা বহুল আলোচিত আটটি কন্সপিরেসি শনাক্ত করে ফ্যাক্টওয়াচ ।

সামাজিক মাধ্যমে আহত ও নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। স্কুল কর্তৃপক্ষ ওইসব দাবি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়ে গেছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন নতুন শুল্ক বৃদ্ধিতে হতাশ কানাডার প্রধানমন্ত্রী
নাটোরে জেলা পুলিশ পাঠাগারের কার্যক্রম শুরু
মোমশিখা প্রজ্বালনে নারায়ণগঞ্জে আন্দোলন বারুদ হয়ে ওঠে
সুনামগঞ্জের হাওরগুলোতে পানি নেই, সংকটে কৃষি ও মৎস্য
আগাম মুক্তি পেলেন ঘুষ কেলেঙ্কারিতে দণ্ডপ্রাপ্ত ক্রোয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
আফগান নাগরিকদের ফেরত পাঠাতে পাকিস্তানের নতুন আহ্বান
গ্রাফিতি ‘জুলাই আর্ট ওয়ার্ক’র উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ 
জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ : ফারুকী 
হত্যাচেষ্টা মামলায় তাঁতী লীগ নেতা সাইদুল কারাগারে
গাজা সফর করলেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ
১০