পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১০:৩৪

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস): পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বিভ্রান্তি ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধানে শনাক্ত হয়, ২০০৩ সালের মামলার আসামির ছবিকে জুলাই মামলার দাবিতে প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার কারণে ১২০ বছর বয়সী এক বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করেছে দাবিতে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবিসহ তথ্য ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করার কারণে এই বৃদ্ধ গ্রেফতার হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০০৩ সালে পারিবারিক বিরোধ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের মামলায় তিনি গ্রেফতার হন।

বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোর প্রথম ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি পাওয়া যায়। গতকাল (৩০) জুলাই প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বৃদ্ধ ব্যক্তির নাম ইদ্রিস শেখ (১২০)। ২০০৩ সালের একটি হত্যা মামলায় তিনি জেলে অবস্থান করেছেন।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, '২০০৩ সালে পারিবারিক বিরোধ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করার কারণে গ্রেফতার করেছে দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে, যা বিভ্রান্তিকর।’

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ঢাবি উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও শুল্ক কমানো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাস্থ্য কৌশল আরও জোরদার করার আহ্বান এডিবি’র
শেখ হাসিনার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে: কাঠমান্ডু কনফারেন্সে নাজমুল হাসান
প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা
১০