সাংবাদিক মাসুদ কামালকে নিয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১১:০২

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : সাংবাদিক মাসুদ কামালের বক্তব্য বিকৃত করে প্রযুক্তির সহায়তায় ভিডিও কাটছাঁট করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে যে তিনি গ্রেফতার হতে পারেন। এমন দাবি মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, ‘আমি হয়তো গ্রেফতার হতে পারি’ এমন মন্তব্য মাসুদ কামাল করেননি। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি। আমি হয়তো গ্রেফতার হতে পারি।’

যাচাইয়ে দেখা যায়, গ্রেফতার হওয়ার শঙ্কা নিয়ে তিনি এমন কোন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, দেশত্যাগ ও গ্রেফতার সম্ভাবনার বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে গত ৮ আগস্ট নিজের ইউটিউব চ্যানেল ‘কথা’-তে পোস্ট করা ভিডিওতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। সেই ভিডিওতে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়ানো ফেসবুক পোস্ট কোট করে পড়ে শোনান তিনি। আলোচিত ওই পোস্ট পড়ার অংশটি প্রযুক্তির সহায়তায় কাটছাঁট করে প্রচার করা হয়েছে।

প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চে মাসুদ কামালের ৮ আগস্ট প্রকাশিত ভিডিওতে ৪ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৪ মিনিট ৪০ সেকেন্ড অংশের বক্তব্যের সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল পাওয়া গেছে। তবে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যাকগ্রাউন্ড আসল ভিডিওর সঙ্গে মিলেনি।

এছাড়া, গত ১০ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত আরেক ভিডিওতে মাসুদ কামাল স্পষ্ট করে জানান, তিনি গ্রেফতার হতে পারেন, এমন মন্তব্য কখনও করেননি।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ
মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫
হাসিনা, রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে দুদকের ৩ মামলা: ডিএসসিসির ৯ কর্মকর্তার সাক্ষ্য
জাপানে নতুন জোট গঠনের জন্য বিরোধী দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় তাকাইচি
নওগাঁয় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত
ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প 
এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা প্রাপ্য মার্কই পেয়েছে: শিক্ষা উপদেষ্টা
রুশ তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন মোদি: ট্রাম্প
জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
১০