অস্ট্রেলিয়ার সিনেটরের বক্তব্য দাবি করে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৩

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসের সিনেট চেম্বারে অস্ট্রেলিয়ান গ্রিনস প্রধান রিচার্ড ডি ন্যাটালের বক্তব্য দাবি করে  ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে মিথ্যা অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানো ও নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সিনেটর সংক্রান্ত দাবিটি মিথ্যা ও বানোয়াট।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, রিচার্ড ডি ন্যাটালে সম্প্রতি বাংলাদেশ বিষয়ে কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ২০১৮ সালে কয়েক মাসে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী শতাধিক মানুষকে হত্যার বিষয়ে প্রকাশিত সংবাদ নিয়ে একই বছরের ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসের সিনেট চেম্বারে অস্ট্রেলিয়ান গ্রিনস দলের তৎকালীন সিনেটর রিচার্ড ডি ন্যাটালে উদ্বেগ প্রকাশ করেন। এটি সেই ঘটনার দৃশ্য।

বাংলাফ্যাক্ট জানায়, আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে অস্ট্রেলিয়া  ২৪ নিউজ নামে একটি ইউটিউব অ্যাকাউন্টে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটির ১ মিনিট ৩৯ সেকেন্ড থেকে ২ মিনিট ২২ সেকেন্ড পর্যন্ত এবং ২ মিনিট ৪৯ সেকেন্ড থেকে ৩ মিনিট ৬ সেকেন্ড পর্যন্ত ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে মিল রয়েছে।

ভিডিওটি থেকে জানা যায়, ২০১৮ সালে কয়েক মাসে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর শতাধিক মানুষকে বিচারবহির্ভূত হত্যার বিষয়ে প্রকাশিত সংবাদ নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসের সিনেট চেম্বারে দ্য গ্রিনস দলের তৎকালীন সিনেটর রিচার্ড ডি ন্যাটালে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছিলেন, ‘গত কয়েক মাসে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী শতাধিক মানুষকে হত্যা করেছে। অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির সদস্যরা সরাসরি তাদের উদ্বেগ আমাদের জানিয়েছেন এবং চাইছেন আমরা যেন বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করি। আমরা আবারও জাতিসংঘের মানবাধিকার কমিশনারের আহ্বান স্মরণ করিয়ে দিচ্ছি যে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশ আমাদের আঞ্চলিক প্রতিবেশী দেশ, তাই আমি আশা করি সরকার সাহস দেখাবে, সঠিক বিচার প্রক্রিয়া উৎসাহিত করবে, রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তির দাবি জানাবে এবং ওই অঞ্চলের চলমান মানবিক সংকটে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে।’

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেশটির পার্লামেন্ট হাউসের সিনেট চেম্বারে অস্ট্রেলিয়ান গ্রিনস দলের তৎকালীন সিনেটর রিচার্ড ডি ন্যাটালের একই বক্তব্যের ট্রান্সক্রিপ্ট পাওয়া যায়। ট্রান্সক্রিপ্ট থেকে জানা যায়, অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসের সিনেট চেম্বারের এই অধিবেশন ২০১৮ সালের ১৩ আগস্ট অনুষ্ঠিত হয়।

এছাড়া, রিচার্ড ডি ন্যাটালে ২০২০ সালের ২৬ আগস্ট অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসের সিনেটর পদ থেকে পদত্যাগ করেন।

তাছাড়া, গণমাধ্যমে কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে রিচার্ড ডি ন্যাটালে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন—এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। ফ্যাক্টফ্যাক্ট জানায়, ইন্টারনেটে ছড়িয়ে পরা ভিডিওর দাবি মিথ্যা ও বানোয়াট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়
নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
১০