ইন্দোনেশিয়ার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ইন্দোনেশিয়ার ঘটনার ভিডিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নয়, ইন্দোনেশিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুহুর্মুহু গুলি ও গ্রেনেড বর্ষণের দৃশ্য দাবি করে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের নয়। তাছাড়া, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এমন কোনো বিক্ষোভের ঘটনাও ঘটেনি।

প্রকৃতপক্ষে, ভিডিওটি  ইন্দোনেশিয়ার। গণমাধ্যম থেকে জানা যায়, ইন্দোনেশিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ চলার সময় পুলিশের গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল রাইড-শেয়ারিং চালকের মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষোভ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আলোচিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে ‘ওডিজে কিমকিমো’  নামক ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য পাওয়া গেছে। ইন্দোনেশিয়ান ভাষায় প্রকাশিত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি ব্রিমোব সদর দফতরে বিক্ষোভ চলাকালে সৃষ্ট বিশৃঙ্খলার।

‘ওলেন্সা সামবার্সো’ নামক ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিওর ক্যাপশন থেকেও প্রায় একই তথ্য পাওয়া গেছে বলে জানায় বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম।

বাংলাফ্যাক্ট শনাক্ত করেছে যে ইন্দোনেশিয়ার বিক্ষোভের ভিডিওকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুহুর্মুহু গুলি ও গ্রেনেড বর্ষণের ভিডিও দাবি করে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

উল্লেখ্য, বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
উত্তরায় আনসার-ভিডিপি মহাপরিচালকের মন্দির পরিদর্শন
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
১০