ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও ছড়িয়ে ইন্টারনেটে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে যে মূলত ২০২৩ সালে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের দৃশ্যকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছে বলে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে, যা মিথ্যা।

বাংলাফ্যাক্ট বলছে, এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আইনজীবীদের বিক্ষোভ মিছিলের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ১৬ মে এবং একই বছরের ৩ আগস্ট ভিন্ন দুই ঘটনায় সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে সংঘর্ষ ও বিক্ষোভ হয়। সেই দুই ঘটনার ফুটেজ ব্যবহার করে ভিডিও তৈরি করে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি বলে তা প্রচার করা হচ্ছে। 

বাংলাফ্যাক্ট জানায়, আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ মে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীদের মধ্যে সংঘর্ষ হয়। এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ২০২৩ সালের ১৬ মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আবারও আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, টিভি ও ইউটিউব চ্যানেল ও জাতীয় দৈনিকে ২০২৩ সালের ৩ আগস্ট প্রকাশিত প্রতিবেদনেও একই দৃশ্য পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন-এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭
কচুয়া উপজেলার প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
পুরোনো ভিডিও দিয়ে ডাকসু নিয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
ব্যবসায়ী শাওন হত্যা মামলায় আনিসুল রিমান্ডে
শুল্ক নিয়ে দ্রুত রায় দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন
শিশুর বিকাশে তার সিদ্ধান্তকে বিবেচনায় নেয়া জরুরি
রাঙ্গামাটিতে মানসম্মত  শিক্ষা নিশ্চিতকরণে  সভা
নওগাঁয় আউশ ধান চাষ করে লাভবান কৃষকরা
রংপুরে মহিলা শ্রমিক লীগ নেত্রী কারাগারে
১০